ঢাকা রবিবার, ৪ঠা মে ২০২৫, ২২শে বৈশাখ ১৪৩২


হারের ঝুঁকি নেবে না আওয়ামী লীগ


১৬ নভেম্বর ২০১৮ ১৯:৫৮

ফাইল ফটো

আগামী দুই-তিন দিনের মধ্যেই আওয়ামী লীগের দলীয় মনোনয়ন দেয়ার কাজ শুরু হবে। পাশাপাশি শরিকদের সঙ্গেও আসন বন্টন নিয়েও কাজ করবে। তবে মনোনয়নের ক্ষেত্রে কোন ভাবেই হারের ঝুঁকি নেবে না দলটি। যিনি নির্বাচনে জয়ী হতে পারবেন তাকেই কেবল মনোনয়ন দেয়া হবে। শুক্রবার বেলা ১১টায় রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির কার্যালয়ে দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সাংবাদিকদের এসব কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, দুই-তিন দিনের মধ্যে আমাদের দলীয় মনোনয়ন ও এক সপ্তাহের মধ্যে শরিকদের সঙ্গে আসন ভাগাভাগির কাজ শেষ হবে। আসন ভাগাভাগিতে আমরা আবারও পরিষ্কার করে দিতে চাই-যিনি জয়ী হবেন, কেবল তাকেই মনোনয়ন দেয়া হবে। মনোনয়ন দিয়ে আমরা হারের ঝুঁকি কোনও অবস্থাতেই নেব না। আমরা প্রতিপক্ষকে দুর্বল ভাবছি না। আওয়ামী লীগ এগিয়ে আছে বলেই বিএনপি নাশকতা করছে।

তিনি বলেন, যারা এতদিন গণতন্ত্রের বেশে ছিল, তারা ছদ্মবেশী। তারা এতদিন মুক্তিযুদ্ধের নানা বুলি ছড়িয়েছিল। তারা মুক্তিযুদ্ধেও ছিল, ছদ্মবেশী মুক্তিযোদ্ধা। তারা সাম্প্রদায়িক শক্তির সঙ্গে নির্বাচনে জেতার জন্য, ক্ষমতায় যাওয়ার জন্য আঁতাত করতে থাকে। তাদের সবার পরিচয় সাম্প্রদায়িক অপশক্তি। এটার বিরুদ্ধেই আমাদের লড়াই।

নির্বাচন কমিশনকে আওয়ামী লীগ ব্যবহার করছে বিএনপির এমন অভিযোগের জবাবে তিনি বলেন, তারা বেপরোয়া হয়ে গেছে। আসলে জনসমর্থনের যে পারদ তাতে তাদের অবস্থান নিচের দিকে এটা তারা অনুধাবন করতে পেরেছে। তারা হতাশা থেকে বেপরোয়া হয়ে গেছে এবং বেপরোয়া বক্তব্য দিচ্ছে।

লেভেল প্লেয়িং ফিল্ড নাই এমন অভিযোগের জবাবে তিনি বলেন, আগুন দিয়ে পুলিশের গাড়ি পুড়িয়ে ফেলবে, ভাংচুর করবে, ২০ জন পুলিশকে আহত করে হাসপাতালে পাঠাবে, এসব অপকর্ম, সন্ত্রাস, সহিংসতার কাজ কি বিনা শাস্তিতে ঢাকা পড়ে যাবে? তফসিল ঘোষণার পর এই দুঃসাহস তারা কীভাবে দেখায়? অপরাধ করলে কি অপরাধীর বিরুদ্ধে মামলা হওয়া অপরাধ? এটা ক্রিমিনাল অফেন্স, অ্যাক্ট অব টেরোরিজম। পল্টনে পুলিশের ওপর হামলা করে তারা প্রমাণ করেছে, তারা তাদের পুরানো পথ, আগুন সন্ত্রাসের পথ, সেই পথ ধরে এগিয়ে যেতে চায়। কারণ তারা জানে বাংলাদেশের জনগণের সমর্থন তাদের পক্ষে নেই। সেই কারণে তারা সহিংসতার পথ, নাশকতার পথ বেছে নিয়েছে।

আরকেএইচ