ঐক্যফ্রন্টের প্রতীক ধানের শীষ

‘ধানের শীষ’ প্রতীকে নির্বাচন করবে জাতীয় ঐক্যফ্রন্ট। নাগরিক ঐক্যের আহ্বায়ক ও জাতীয় ঐক্যফ্রন্টের নেতা মাহমুদুর রহমান মান্না এ কথা জানিয়েছেন। বৃহস্পতিবার দুপুরে রাজধানীর মতিঝিলে ঐক্যফ্রন্টের প্রধান নেতা ও গণফোরামের সভাপতি ড. কামাল হোসেনের চেম্বারে স্টিয়ারিং কমিটির বৈঠক শেষে তিনি এ কথা জানান।
মাহমুদুর রহমান মান্না বলেন, ‘ঐক্যফ্রন্ট একটি “কমন” প্রতীকে নির্বাচন করবে। প্রতীক হবে ধানের শীষ। নির্বাচনে অংশ নিতে
আসন বন্টন নিয়ে আলোচনা শুরু হয়েছে, তবে এ বিষয়ে সিদ্ধান্ত হয়নি।’
নির্বাচন কমিশনের অসতর্কতায় নয়াপল্টনে বিএনপি-পুলিশের সংঘর্ষের ঘটনা ঘটেছে। সরকার যেকোনো উপায়ে নির্বাচনকে নিজেদের পক্ষে নেওয়ার চেষ্টা করছে বলেও মন্তব্য করে মান্না বলেন, সরকার চাচ্ছে ঐক্যফ্রন্ট যাতে নির্বাচনে না আসে। তবে যত বাধা বিপত্তিই হোক ঐক্যফ্রন্ট নির্বাচনে যাবে।
জাতীয় ঐক্যফ্রন্টের দলগুলো হলো বিএনপি, গণফোরাম, কৃষক শ্রমিক জনতা লীগ, জাসদ (জেএসডি) ও নাগরিক ঐক্য।
আরকেএইচ