প্রতিটি আসনে নৌকার প্রার্থী ১৩

গত শুক্রবার থেকে আওয়ামী লীগের মনোনয়নপত্র বিক্রি শুরু হয়। সোমবার দলের ক্ষমতাসীনদের এই মনোনয়নপত্র বিক্রি ও জমা দেয়া শেষ হয়। এই চারদিনে দেশের ৩০০ সংসদীয় আসনে চার হাজার ২৩জন প্রার্থী আওয়ামী লীগের দলীয় মনোনয়ন ফরম কিনেছেন। ফলে প্রতিটি আসনে গড়ে ১৩ জন প্রার্থী নৌকা প্রতীক নিয়ে নির্বাচন করতে আগ্রহী।
একাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পরদিন থেকেই দলীয় মনোনয়ন ফরম বিক্রি শুরু করে আওয়ামী লীগ। মনোনয়নপত্র বিক্রিম জন্য আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে আটটি সাংগঠনিক বিভাগের জন্য আটটি বুথ নির্মাণ করা হয়। এসব বুথের দায়িত্বে ছিলেন দলের সংশ্লিষ্ট বিভাগের দায়িত্বপ্রাপ্ত যুগ্ম সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদকরা। সার্বক্ষণিক বুথে বসে ফরম বিক্রি ও জমা নেন ছাত্রলীগের সাবেক শীর্ষ নেতারা। প্রতিটি মনোনয়নপত্রের দাম নির্ধারণ করা হয় ৩০ হাজার টাকা। সারাদেশের ৩০০ আসনে চার হাজার ২৩জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেন। সে হিসেবে গড়ে প্রতিটি আসনে আওয়ামী লীগের ১৩ জন মনোনয়নপ্রত্যাশী। আওয়ামী লীগের দলীয় ফান্ডেও জমা হয়েছে ১২ কোটি ৬ লক্ষ ৯০ হাজার টাকা।
মনোনয়নপত্র দেয়া ও জমা নেয়া শেষে দলের পক্ষ থেকে এক সংবাদ সম্মেলনে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ বলেন, ‘সর্বশেষ সময় পর্যন্ত আওয়ামী লীগের দলীয় মনোনয়ন ফরম বিক্রি হয়েছে চার হাজার ২৩টি। আর জমা পড়েছে প্রায় ৪ হাজারের মতো।’
আরকেএইচ