চট্রগ্রামে আ. লীগের মনোনয়ন চান জাহাঙ্গীর

উন্নত ও সমৃদ্ধ চট্রগ্রাম গড়তে আওয়ামী লীগের মনোনয়ন চান আমানউল্লাহ জাহাঙ্গীর। তিনি একাদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্রগ্রাম-১৫ (সাতকানিয়া-লোহাগাড়া) আসনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী। ইতোমধ্যে আওয়ামী লীগের মনোনয়নপত্র সংগ্রহ করে জমাও দিয়েছেন তিনি। এসময় সাতকানিয়া-লোহাগাড়ার স্থানীয় আওয়ামী লীগসহ অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
মনোনয়নপ্রত্যাশী আমানউল্লাহ জাহাঙ্গীর বলেন, সাতকানিয়া-লোহাগাড়ার মানষের জীবন-মানের উন্নয়ন ঘটিয়ে উন্নত, সমৃদ্ধশালী হিসেবে গড়ে তুলতে নিরলসভাবে কাজ করে যাওয়াই আমার জীবনের একমাত্র লক্ষ্য। তিনি মনোনয়ন পেয়ে নির্বাচিত হলে এলাকার জন্য অর্থনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক অঙ্গনকে সমৃদ্ধিশালী করে তুলব। এই আসনে কিছু শিল্প কল-কারখানা স্থাপনের মাধ্যমে বেকাদের কর্মসংস্থানের ব্যবস্থা করবো। ভাল মানের কিছু শিক্ষাপ্রতিষ্ঠান করবো।
ছোটবেলা থেকেই বঙ্গবন্ধুর আদর্শে উজ্জীবিত হয়ে আওয়ামী লীগের রাজনীতের সঙ্গে সম্পৃক্ত তিনি। স্থানীরা জানান, আমানউল্লাহ জাহাঙ্গীর বঙ্গবন্ধু-কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভিশন বাস্তবায়নে দৃঢ় প্রত্যয় নিয়ে এলাকায় কাজ করে যাচ্ছেন।
আরকেএইচ