ঢাকা রবিবার, ৪ঠা মে ২০২৫, ২২শে বৈশাখ ১৪৩২


আ. লীগের মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার কাল


১৩ নভেম্বর ২০১৮ ১৮:৩৫

ফাইল ফটো

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হতে মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাতকার নেয়া হবে। আগামীকাল বুধবার সকাল ১১ টায় রাজধানীর ধানমন্ডিস্থ আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে দলীয় মনোনয়নপত্র সংগ্রহকারীদের সাক্ষাৎকার অনুষ্ঠিত হবে। আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা এতে সভাপতিত্ব করবেন।

যারা মনোনয়নপত্র সংগ্র করে জমা দিয়েছেন তাদের সঙ্গে আলেচনা করবেন আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তারপর দলের মনোনয়ন বোর্ডের বৈঠকে তাদের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া হবে। তার পর জানা যাবে কারা হচ্ছেন একাদশ সংসদ নির্বাচনে নৌকার প্রার্থী। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের দলের মনোনয়ন প্রত্যাশীদের যথাসময়ে অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানিয়েছেন।

সোমবার আওয়ামী লীগের দলীয় মনোনয়ন ফরম বিক্রি কার্যক্রম শেষ হয়েছে । আজ মঙ্গলবার মনোনয়ন ফরম জমা দেয়ার কাজ শেষ হবে। নির্বাচনে নৌকা প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করতে দলটির মনোনয়ন ফরম কিনেছেন ৪০২৩ জন। গত শুক্রবার ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে দলের সভাপতি শেখ হাসিনার মনোনয়ন ফরম সংগ্রহের মধ্য দিয়ে শুরু হয় আওয়ামী লীগের ফরম বিতরণ কার্যক্রম।

আরকেএইচ