ঢাকা রবিবার, ৪ঠা মে ২০২৫, ২২শে বৈশাখ ১৪৩২


বিএনপি চায় ড. কামাল চান না


১৩ নভেম্বর ২০১৮ ১৬:১৫

ফাইল ফটো

বিএনপি চাইলেও একাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী হতে চান না জাতীয় ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা ও গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন। কারন, তিনি শারীরিকভাবে অনেকটাই অসুস্থ্য। এ অবস্থায় তার পক্ষে নির্বাচন করা সম্ভব নয়। আর একারণেই গত ৯ নভেম্বর রাজশাহীর ঐতিহাসিক মাদ্রাসা ময়দানের সমাবেশেলও যোগ দিতে পারেন নি। ফলে মোবাইল ফোনের মাধ্যেমে সমাবেশে উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশে বক্তব্য দেন ড. কামাল।

জানতে চাইলে বিএনপির স্থায়ী কমিটির এক সদস্য বলেন, ‘ড. কামাল হোসেনকে আমিও নির্বাচনে প্রার্থী হতে অনুরোধ করেছি। কিন্তু তিনি কোনোভাবেই রাজি হচ্ছেন না।’

ড. কামাল জানান, গত কয়েকদিন ধরে শারীরিক ভাবে অসুস্থ তিনি। বাসায়ই থাকছেন। তাই বয়স ও অসুস্থতার কারণে নির্বাচন থেকে দূরে থাকছেন।

তবে তিনি শেষ পর্যন্ত নির্বাচন না করলেও জাতীয় ঐক্যফ্রন্ট ক্ষমতায় এলে তাকে রাষ্ট্রপতি করার ব্যাপারে জল্পনা-কল্পনা চলছে। কিন্তু ড. কামাল নির্বাচন এবং রাষ্ট্রীয় কোনো পদে যেতেও রাজি নন।

একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ড. কামাল হোসেনের নেতৃত্বে গঠিত হয় জাতীয় ঐক্যফ্রন্ট। আসন্ন নির্বাচন নিয়ে বিরোধী রাজনৈতিক দলগুলো যখন অন্ধকারে তখনই তিনি গুরুত্বপূর্ণ ভূমিকায় অবতীর্ণ হয়েছেন। তার সঙ্গে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি ও নিরপেক্ষ সরকারের দাবিসহ সাত দফার পক্ষে জোরালো অবস্থান নেন আ স ম আবদুর রব, মাহমুদুর রহমান মান্না ও বঙ্গবীর কাদের সিদ্দিকীর মতো দেশের বিশিষ্ট রাজনীতিকরা।

আরকেএইচ