ঢাকা রবিবার, ৪ঠা মে ২০২৫, ২২শে বৈশাখ ১৪৩২


মেহেরপুর-১ আসনের মনোনয়ন ফরম কিনলেন আসলাম শিহির


১২ নভেম্বর ২০১৮ ২২:৫৭

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে মেহেরপুর-১ (মেহেরপুর সদর ও মুজিবনগর) থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন সাংস্কৃতিক কর্মী, অভিনেতা, বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সাংস্কৃতিক সম্পাদক ও আওয়ামীলীগের কেন্দ্রীয় সাংস্কৃতিক উপ-পরিষদের সদস্য আসলাম শিহির।

তিনি গত শনিবার (১০ নভেম্বর) রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ের নির্বাচনী অফিস থেকে দলীয় নেতা-কর্মীদের সঙ্গে নিয়ে মনোনয়ন ফরম সংগ্রহ করেন। তার মনোনয়ন ক্রয়কে কেন্দ্র করে উচ্ছ্বসিত স্থানীয় আওয়ামী লীগের নেতা-কর্মীরা।

স্থানীয় আওয়ামী লীগের নেতা-কর্মীরা জানান, আসলাম শিহির, সংসদ সদস্য নির্বাচিত হলে এলাকায় ব্যাপক উন্নয়ন কাজ হবে বলে আমাদের বিশ্বাস। তার বিরুদ্ধে কোনও অনিয়ম দুর্নীতির অভিযোগ না থাকায় একজন ক্লিন ইমেজের নেতা হিসেবে আসন্ন নির্বাচনে তাকে মনোনয়ন দিলে এ আসনে বিজয় অর্জন করা সম্ভব হবে।

এমএ