তিনটি আসনে লড়বেন খালেদা জিয়া

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনটি আসনে প্রতিদ্বন্দ্বিতা করবেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। মনোনয়নপত্র বিতরণের প্রথম দিন সোমবার দলের পক্ষ থেকে তিন নেতা খালেদা জিয়ার জন্য তিনটি মনোনয়নপত্র কিনেছেন। এই আসনগুলো হলো ফেনী-১, বগুড়া-৬ ও বগুড়া-৭।
খালেদা জিয়ার পক্ষে ফেনী-১ আসনের মনোনয়নপত্র নিয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল আউয়াল মিন্টু, বগুড়া-৬ আসনের জন্য খালেদা জিয়ার পক্ষে মনোনয়ন ফরম তুলেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। বগুড়া-৭ আসনে খালেদা জিয়ার জন্য ফরম কিনেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস।
জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় পাঁচ বছরের দণ্ডপ্রাপ্ত হয়ে গত ৮ ফেব্রুয়ারি থেকে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া কারাগারে রয়েছেন। পরে হাইকোর্ট এ মামলার সাজা বাড়িয়ে ১০ বছর করেছে। গত ২৯ অক্টোবর জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় খালেদা জিয়ার সাত বছরের কারাদণ্ড দেয় ঢাকার বিশেষ জজ আদালত।
আরকেএইচ