ঢাকা রবিবার, ৪ঠা মে ২০২৫, ২২শে বৈশাখ ১৪৩২


ভোটে যাওয়ার সিদ্ধান্ত পুনর্বিবেচনা করবে বিএনপি


১২ নভেম্বর ২০১৮ ১৮:১৭

ফাইল ফটো

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‌এখন পর্যন্ত নির্বাচনের পরিবেশ নেই। আমাদের নেতাকর্মী, সমর্থকদের আটক করা হচ্ছে, নতুন মামলা দেওয়া হচ্ছে। এমন অবস্থা থাকলে ভোটে অংশগ্রহণের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করবে বিএনপি। সোমবার সকালে দলের নয়াপল্টন কার্যালয়ে বিএনপির মনোনয়নপত্র বিতরণ অনুষ্ঠানে দলের মহাসচিব এ কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, আন্দোলনের অংশ হিসেবে নির্বাচনে যাচ্ছে জাতীয় ঐক্যফ্রন্ট। এই নির্বাচনের মাধ্যমে স্বৈরাশাসকের পতন ঘটানো হবে। খালেদা জিয়াকে কারাগার থেকে মুক্ত করে আনা হবে।

বিএনপি চেয়ারপরসন খালেদা জিয়ার মনোনয়নপত্র উত্তোলনের মাধ্যমে এর কার্যক্রম শুরু হয়। খালেদা জিয়ার পক্ষে ফেনী-১ ও বগুড়া-৬ ও ৭ আসনের তিনটি মনোনয়নপত্র ফরম তোলা হয়। এরপর ঠাকুরগাঁও-১ আসনে নিজের জন্য মনোনয়নপত্র তোলেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ ছাড়া বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম আজাদ মুন্সীগঞ্জ-২ আসন থেকে দলীয় মনোনয়ন ফরম কিনেছেন।


আরকেএইচ