ঢাকা রবিবার, ৪ঠা মে ২০২৫, ২২শে বৈশাখ ১৪৩২


খালেদার পক্ষে মনোনয়ন কিনলেন ফখরুল


১২ নভেম্বর ২০১৮ ১৭:২৭

কারাবন্দি দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার পক্ষে থেকে ফেনী-১ ও বগুড়া সদর আসনের দলীয় মনোনয়ন ফরম কিনলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান।

সোমবার (১২ নভেম্বর) বেলা ১১টায় নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবীর রিজভী আহমেদের কাছ থেকে তারা মনোনয়ন ফরম সংগ্রহ করেন।

এ সময় উপস্থিত ছিলেন, বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, ভাইস-চেয়ারম্যান আব্দুল আউয়াল মিন্টু, মোহাম্মদ শাহজাহান, চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক, সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, প্রমুখ ।

এছাড়া, দলের চেয়ারপারসন পক্ষ থেকে বগুড়ার আর এক আসন থেকে মনোনয়ন কিনবেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস।

এএইচ