ঢাকা রবিবার, ৪ঠা মে ২০২৫, ২২শে বৈশাখ ১৪৩২


বিএনপির নেতা আমীর খসরু মুক্তি পেয়েছেন


১২ নভেম্বর ২০১৮ ১৬:৫০

ফাইল ফটো

নিরাপদ সড়কের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলনের সময় এক ব্যক্তির সঙ্গে উসকানি মূল্যক 'ফোনালাপ' এর ঘটনায় করা মামলায় বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী মুক্তি পেয়েছেন।

সোমবার (১২নভেম্বর) সকাল পৌনে সাতটায় চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পেয়েছেন তিনি।

বিষয়টি নতুন সময়কে নিশ্চিত করেছেন বিএনপির চেয়ারপারসন মিডিয়া উইং এর সদস্য শামসুদ্দিন দিদার।

এছাড়া, বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরীকে গত ২১ অক্টোবর কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত। চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জাকারিয়া দস্তগীর গত ৪ আগস্ট কোতোয়ালি থানায় আইসিটি আইনে মামলাটি করেন। আমীর খসরুর বিরুদ্ধে ওই ফোনালাপে আন্দোলনে উসকানি দেওয়ার অভিযোগ আনা হয়। বিএনপির পক্ষ থেকে এ অভিযোগ অস্বীকার করা হয়।

এএইচ