আ.লীগের মনোনয়ন ফরম সংগ্রহের শেষ দিন কাল

মনোনয়ন ফরম সংগ্রহ ও জমার শেষ সময় ১২ নভেম্বর সন্ধ্যা ৬টা পর্যন্ত মনোনয়নপ্রার্থীদের সাক্ষাতকারের সময় ১৪ নভেম্বর ১১টায় ধানমন্ডি ৩/এ অফিসে। একদিনেই শেষ হবে। নির্বাচন পেছানোর ব্যাপারে দাবি থাকলে তা ইসি এর এখতিয়ার। নি কমিশন যদি সময় বাড়াতে চান, সেখানে আ লীগের আপত্তি থাকবে না জোট, ১৪ দল, জাপা আছে... নৌকা প্রতীকে ১৪ দল, জাপা লাঙ্গলে। নৌকা প্রতীক ১৪ দলের মধ্যে সীমিত থাকবে।
আমাদের সাথে যুক্তফ্রন্ট ও আমাদের সাথে নির্বাচন করতে পারে। যুক্তফ্রন্টের সাথে আমাদের অ্যালায়েন্স হতেও পারে। আলোচনা চলছে। তবে নিজেদের মনোনয়ন দিব। আসন ভাগাভাগি হলে আমাদের প্রার্থী প্রত্যাহার করে ফেলবে। প্রত্যাহারের পত্র আগে থেকেই.... জাতীয় পার্টির সাথে ভাগাভাগি হতেও পারে আমরা তো বসে নাই। ভেতরে ভেতরে বৈঠক হচ্ছে। সময় বাড়ানোর কোনো দাবি আমরা করিনি। আমাদের চিঠি চলে গেছে।
মনোনয়ন নিয়ে কিছু কথা হয়েছে। জোটকে বলে দেয়া হয়েছে। শরীকদের। জনগণের কাছে জিততে পারে, গ্রহণযোগ্যদের নমিনেশন দেয়া হবে। নিজেদের অগ্রহণযোগ্যদের ও বাদ দিব। ঐক্যফ্রন্ট বিএনপির বিপক্ষে লড়তে হবে। তাদের তো দুর্বল দল মনে করলে চলবে না। উইনেবল, গ্রহণযোগ্যদের বিষয়ে অনেকগুলো সার্ভে করা হয়েছে। যুক্তফ্রন্ট যুক্ত হতে পারে। মহাজোটের কলেবর বাড়তে পারে। কোনো ভুতুড়ে তথ্যের ওপর নিউজ করবেন না। সেনসিটিভ সময়।
এমএ