শোডাউন করে মনোনয়ন ফরম নিলেন এমপি বাবলা

নিজ নির্বাচনী এলাকার দলীয় কর্মীসমর্থকদের নিয়ে ব্যাপক শোডাউন করে জাতীয় পার্টির দলীয় মনোনয়ন ফরম কিনলেন ঢাকা মহানগর দক্ষিণ জাতয়ি পার্টির সভাপতি ও ঢাকা-৪ আসনের এমপি সৈয়দ আবু হোসেন বাবলা।
শনিবার (১০ নভেম্বর) রাজধানীর গুলশানের ইনামুল সেন্টরের আয়োজিত মনোনয়ন ফরম বিতরণ অনুষ্ঠানে দলের চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের হাত থেকে ঢাকা-৪ আসনে নির্বাচনের জন্য এই মনোনয়ন ফরম সংগ্রহ করেন এমপি বাবলা। এই সময় জাতীয় পার্টির সিনিয়ন কো: চেয়ারম্যান বেগম রওশন এরশাদ এমপি, কো: চেয়ারম্যান জি এম কাদের এমপি, মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদার এমপিসহ দলের সিনিয়র নেতারা উপস্থিত ছিলেন।
এর আগে সকাল ১০ টার দিকে ঢাকা -৪ আসন থেকে সৈয়দ আবু হোসেন বাবলার হাজার হাজার সমর্থক মিছিল নিয়ে জড়ো হয় ইমানুয়েলস সেন্টারের সামনে। মিছিলের নেতৃত্ব দেন জাপার কেন্দ্রীয় নেতা সুজন দে, শেখ মাসুক রহমান, শ্যামপুর থানা জাপার সভাপতি কাওসার আহমেদ ও সাধারণ সম্পাদক ইব্রাহীম মোল্লা প্রমুখ।
ব্যান্ড পার্টির তালে তালে বিশাল আকৃতির লাঙ্গল নিয়ে বাবলার হাজার হাজার কর্মী সমর্থক এরশাদ-বাবলা শ্লোগানে মুখরিত করে তুলে পুরো এলাকা। এই সময় ঐ সড়কে যানবাহন চলাচলও পুরোপুরি বন্ধ হয়ে যায়। বাবলা পাশাপাশি নিজেদের কর্মী সমর্থকদের নিয়ে ব্যাপক শোডাউন করে শক্তি প্রর্দশনের মাধ্যমে দলীয় মনোনয়ন ফরম কিনেছেন জাতীয় পার্টির নেতারা। অন্যান্য মনোনয়ন প্রত্যাশী নেতারা। নারায়ণগঞ্জ-৩ সোনারগাঁও থেকে লিয়াকত হোসেন খোকাও বিপুলসংখ্যক নেতাকর্মী নিয়ে মনোনয়ন ফরম সংগ্রহ করেন।
এমএ