ঢাকা রবিবার, ৪ঠা মে ২০২৫, ২২শে বৈশাখ ১৪৩২


সিংড়ায় যুবলীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও বর্ণ্যাঢ্য শোভাযাত্রা


১২ নভেম্বর ২০১৮ ০০:৩৩

নাটোরের সিংড়া উপজেলার চৌগ্রাম ইউনিয়নের যুবলীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রোববার (১১ নভেম্বর) আলোচনা সভা ও বর্ণ্যাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়।

চৌগ্রাম ইউনিয়ন যুবলীগের সভাপতি গোলাম ফারুকের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী যুবলীগের সাবেক সফল সভাপতি, সিংড়া উপজেলার যুগ্মসাধারন সম্পাদক ও চৌগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহেদুল ইসলাম ভালো। সভায় সঞ্চালনায় ছিলের চৌগ্রাম ইউনিয়ন আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম সুমন।

এ সময় উপস্থিত ছিলেন চৌগ্রাম ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আলতাফ হোসেন জিন্নাহ, নাটোর জেলা পরিষদের সদস্য সালাহউদ্দিন আল-আজাদ সানা, চৌগ্রাম ইউপি:সেচ্ছাসেবক লীগের সভাপতি ইসাহাক আলী পান্না, ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি শাহিন আলমসহ বিভিন্ন ওয়ার্ডের সভাপতি ও সাধারণ সম্পাদকবৃন্দ।

এমএ