আ. লীগের সংসদীয় বোর্ডের সভা আজ

একাদশ জাতীয় নির্বাচনকে সামনে রেখে সংসদীয় বোর্ডের সভা ডেকেছে আওয়ামী লীগ। রোববার বিকেল সাড়ে ৩টায় বঙ্গবন্ধু এভিনিউয়ের কেন্দ্রীয় কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হবে। এতে সভাপতিত্ব করবেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ কথা বলা হয়।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সভায় সবাইকে যথাসময়ে উপস্থিত থাকার অনুরোধ জানিয়েছেন।
গত বৃহস্পতিবার একাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। তফসিল ঘোষণার পরের দিন শুক্রবার থেকে দলীয় মনোনয়নপত্র বিক্রি শুরু করেছে আওয়ামী লীগ। এ নির্বাচনে দল থেকে যাদের মনোনয়ন দেয়া হবে সে বিষয়ে এ বৈঠকে আলোচনা করা হবে। এছাড়া মহাজোটের শরিক দলগুলোকে কত আসনে ছাড় দেয়া হবে সে ব্যাপারেও আলোচনা হবে বলে দলীয় সূত্র জানিয়েছে।
আরকেএইচ