নির্বাচন কতটুকু ফলপ্রসূ হবে?

বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন অভিযোগ করেছেন, আওয়ামী লীগ আবারো ১৪ সালের মতো পাতানো নির্বাচন করতে চায়। জাতীয় ঐক্যফ্রন্টের সঙ্গে সংলাপ শেষ না করেই তাদের নীল নকশা অনুযায়ী তফসিল দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। শনিবার সকালে রাজধানীর গুলিস্তানে শহীদ নূর হোসেন চত্বরে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
খায়রুল কবির খোকন প্রশ্ন রেখে বলেন, নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড না পেলে বিরোধী দল কিভাবে প্রচার প্রচারণা চালাবে। তারা যদি নীল নকশার নির্বাচন করতে চায়, তাহলে সেটা কতটুকু ফলপ্রসূ হবে।
তিনি বলেন, যেই অর্থে শহীদ নূর হোসেন জীবন উৎসর্গ করেছেন, সেই অর্থে কার্যত কোনো গণতন্ত্রই দেশে বিদ্যমান নেই। নূর হোসেনের জীবন থেকে শিক্ষা নিয়ে গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলন বেগবান করতে হবে।
আরকেএইচ