ঢাকা রবিবার, ৪ঠা মে ২০২৫, ২২শে বৈশাখ ১৪৩২


দলীয় মনোনয়ন নিয়ে যা বললেন রাব্বানী


১০ নভেম্বর ২০১৮ ০৩:২৬

দেশরত্ন শেখ হাসিনা যাকেই মনোনয়ন দেবেন, ছাত্রলীগ তার পক্ষেই মাঠে কাজ করবে, জনমত গঠন করে বিজয় নিশ্চিত করবে ইনশাআল্লাহ বলে জানিয়েছেন বাংলাদেশ ছাত্রলীগের সাধারণ সম্পাদক গোলাম রাববানী।

আজ শুক্রবার নিজের ফেসবুক টাইমলাইনে দেওয়া এক স্ট্যাটাসে এমনটি জানান তিনি।

গেলাম রাববানী ফেসবুক টাইমলাইনে লেখেন, আমরা ছাত্রলীগ কোন প্রার্থী চিনি না, আমরা চিনি উন্নয়নের মার্কা নৌকা। মনোনয়ন ফর্ম সংগ্রহ চলছে...দেশরত্ন শেখ হাসিনা যাকেই মনোনয়ন দেবেন, ছাত্রলীগ তার পক্ষেই মাঠে কাজ করবে, জনমত গঠন করে বিজয় নিশ্চিত করবে ইনশাআল্লাহ।

উল্লেখ্য গোলাম রাব্বানী তার নিজের ফেসবুক টাইমলাইনে নিয়মিত বর্তমান আওয়ামী লীগ সরকারের বিভিন্ন উন্নয়ন প্রচার করে নৌকা মার্কায় ভোট আহবান করেন এবং সরকারের উন্নয়ন প্রচার করতে ছাত্রলীগের নেতা কর্মীদের উদ্ভুদ্ধ করেন।