আ.লীগ থেকে মনোনয়নপত্র সংগ্রহ করলেন মাহমুদ

একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে শুরু হয়েছে আওয়ামী লীগের মনোনয়ন পত্র বিক্রি। বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়ন বিক্রির প্রথম দিনে খুলনা ৬ (পাইকগাছা-কয়রা) আসন থেকে নৌকা মার্কার মনোনয়নপত্র সংগ্রহ করেন আওয়ামী লীগের বন ও পরিবেশ উপ কমিটির সদস্য মো. আব্দুল্লাহ আল মাহমুদ।
শুক্রবার (৯ নভেম্বর) বিকেল ৩টায় ধানমণ্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ের নতুন ভবন থেকে মনোনয়ন পত্র নেন তিনি। এসময় উপস্থিত ছিলেন পাইকগাছা ও কয়রা উপজেলার কয়েকশ নেতাকর্মী। পরে নেতাকর্মীরা আনন্দ মিছিল করে।
এ সময় তিনি বলেন, আমি পাইকগাছা-কয়রার জনগনের জন্য কাজ করবো। বিশেষ করে কয়রার বেড়িবাধের অবস্থা অত্যান্ত শোচনীয়। এলাকার নদী ভাঙ্গন ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়নের জন্য কাজ করে যাবো। আশা করি জননেত্রী শেখ হাসিনা আমাকে নৌর্কা মার্কায় মনোনয়ন দিবেন। আমি সকলের দোয়া চাই। আল্লাহর রহমতে বিপুল ভোটে আমি বিজয়ী হয়ে জননেত্রীকে এ আসন উপহার দেব।
এমএ