রাজশাহীতে ঐক্যফ্রন্টের সমাবেশ শুরু

রাজশাহীতে জাতীয় ঐক্যফ্রন্টের সমাবেশ শুরু হয়েছে। শুক্রবার জুম্মার নামায শেষে ঐতিহাসিক মাদ্রাসা ময়দানে পবিত্র কোরআন তিলাওয়াতের মাধ্যমে এ সমাবেশ শুরু হয়।
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, দলের স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ, খন্দকার মোশাররফ হোসেন, গয়েশ্বর চন্দ্র রায়, ড. মঈন খান, নাগরিক ঐক্যের আহবায়ক মাহমুদুর রহমান মান্না, জাসদ সভাপতি আ স ম আবদুর রব, এলডিপির সভাপতি কর্নেল অলি আহমেদ, বঙ্গবীর কাদের সিদ্দিকী, জেপি সভাপতি আন্দালিব রহমান পার্থসহ জাতীয় ঐক্যফ্রন্টের শীর্ষ নেতারা সমাবেশে যোগ দিয়েছেন। শারীরিক অসুস্থতার কারণে এ সমাবেশে যোগ দেননি জাতীয় ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা ও গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন।
সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের দাবি আদায়ে জাতীয় ঐক্যফ্রনন্ট এ সমাবেশের আয়োজন করে। ঐক্যফ্রন্টের রাজশাহীতে এটি চতুর্থ সমাবেশ। গত ২৪ অক্টোবর সিলেটে প্রথম সমাবেশ করে ঐক্যজোট। ২৭ অক্টোবর চট্টগ্রামে সমাবেশ করে গত মঙ্গলবার রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ করে নব গঠিত এ জোট।
আরকেএইচ