ঢাকা রবিবার, ৪ঠা মে ২০২৫, ২২শে বৈশাখ ১৪৩২


আন্দোলন-বিক্ষোভে মন নেই মানুষের: কাদের


৯ নভেম্বর ২০১৮ ১৭:৩০

ছবি-নতুন সময়

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণার পর আন্দোলন কর্মসূচি মেনে নেয়া যায় না। জনগণ এখন নির্বাচনমুখী। আন্দোলন-বিক্ষোভে মন নেই মানুষের। বিএনপি যতই আন্দোলনের হুমকি দিক না কেন কোনোটাই কাজে আসবে না। জনগণ এখন ভোটের অপেক্ষায়।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, নির্বাচনের আইন মেনেই তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন। নির্বাচন কমিশনের অধীনেই রয়েছে সমস্ত বিষয়। তফসিল ঘোষণার পর আমরা একটা নিয়মের মধ্যে চলে গেছি। সংলাপের ফলাফল শূন্য এটা বলা যাবে না। তারা যে তালিকা দিয়েছে তা নিয়ে কাজ শুরু হয়েছে।

শুক্রবার সকালে ধানমণ্ডিতে আওয়ামী লীগের নতুন কার্যালয়ে একাদশ জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়ন ফরম বিক্রির উদ্বোধন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন ওবায়দুল কাদের।

সব দল নির্বাচনে আসবে আশা প্রকাশ করে তিনি বলেন, বিএনপি নেতাদের কথা শুনে মনে হচ্ছে তারা নির্বাচনে আসবেন। ২৩ ডিসেম্বর উৎসবমুখর পরিবেশে জনগণ ভোট দেবে।

এর আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিজ এলাকা গোপালগঞ্জ-৩ আসনের জন্য ফরম সংগ্রহ করে একাদশ জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়ন ফরম বিক্রির কার্যক্রম উদ্ভোধন করেন ওবায়দুল কাদের। গোপালগঞ্জ-৩ আসনের ফরম ছাড়াও শেখ হাসিনার জন্য আরও একটি আসনের ফরম সংগ্রহ করেন তিনি। এছাড়া স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর পক্ষে ফরম কিনেছেন আ স ম ফিরোজ। এ সময় ৮ বিভাগে দায়িত্বপ্রাপ্ত আওয়ামী লীগ নেতারা উপস্থিত ছিলেন।
মনোনয়ন ফরম বিক্রির কার্যক্রমের উদ্বোধন উপলক্ষে সকাল থেকে নেতা-কর্মীদের ভিড়ে ধানমন্ডির ৩/এ এলাকায় উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে।

উল্লেখ্য, বৃহস্পতিবার একাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার কেএম নুরুল হুদা। ঘোষিত তফসিল অনুযায়ী ২৩ ডিসেম্বর নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনে মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ ১৯ নভেম্বর, বাছাই ২২ নভেম্বর ও প্রত্যাহার ২৯ নভেম্বর। এর ২৪ দিন পর ২৩ ডিসেম্বর অনুষ্ঠিত হবে ভোটগ্রহণ। ৩০০ আসনে সংসদ সদস্য নির্বাচনে এবার ভোট দেবেন ১০ কোটি ৪১ লাখ ৯০ হাজার ৪৮০ ভোটার

আরকেএইচ