ঢাকা রবিবার, ৪ঠা মে ২০২৫, ২২শে বৈশাখ ১৪৩২


তফসিল ঘোষণায় আনন্দ প্রকাশ করেছে আওয়ামী লীগ


৯ নভেম্বর ২০১৮ ০৩:০৬

বৃহস্পতিবার (৮ নভেম্বর) সন্ধ্যায় প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদা জাতির উদ্দেশে দেয়া ভাষণে জাতীয় সংসদ নির্বাচনের তারিখ ২৩ ডিসেম্বর ঘোষণা করেন।

নির্বাচনের তফসিল ঘোষণা করার পর আনন্দ মিছিল করেছেন ১৭নং ওয়ার্ডের আওয়ামী লীগের নেতাকর্মীরা এবং অঙ্গ সংগঠন।

এছাড়া, একাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট নেয়া হবে আগামী ২৩ ডিসেম্বর। এ নির্বাচনে মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ১৯ নভেম্বর। মনোনয়নপত্র বাছাইয়ের শেষ দিন ২২ নভেম্বর। প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ২৯ নভেম্বর।

এই আনন্দ মিছিলে অংশ নিয়েছেন, ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সদস্য ইসরাফিল আসরাফ, ১৭নং ওয়ার্ডের কাউন্সিলর বীর মুক্তিযোদ্ধা ডা.জিন্নাত আলী, সভাপতি আলহাজ্ব ওমর আলীর, ভাঁটার থানার সভাপতি ইসহাক মিয়া, সাধারণ সম্পাদক জাকির হোসেন এবং, শহিদুল্লাহ ইসলাম, আজগর, বশির আজাদ, জাহেদ আলী প্রমুখ ।

এএইচ/এমএ