কারাগারে খালেদা জিয়া

নাইকো দুর্নীতির মামলায় শুনানি শেষে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে কারাগারে পাঠানো হয়েছে। বৃহস্পতিবার পুরান ঢাকার নাজিমউদ্দিন রোডের কেন্দ্রীয় কারাগারে অস্থায়ীভাবে স্থাপিত ঢাকার ৯ নম্বর বিশেষ জজ মাহমুদুল কবীরের আদালতে এই মামলার শুনানি অনুষ্ঠিত হয়। শুনানি
এই কারাগারে তার নির্ধারিত রুমে নিয়ে যাওয়া হয় তাকে।
এর আগে বেলা ১১টা ৩৫ মিনিটে খালেদা জিয়াকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতাল থেকে এই বিশেষ আদালতে নেওয়া হয়।
গত ৬ অক্টোবর থেকে বেগম জিয়া বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালের ভিআইপি কেবিন ৬১১ নম্বরে চিকিৎসাধীন ছিলেন দুর্নীতির মামলায় সাজাপ্রাপ্ত বিএনপি চেয়ারপারসন।
কারাসূত্র জানিয়ে ছিল, খালেদা জিয়ার আজ আদালতে হাজিরা আছে। হাসপাতাল থেকে কারাগারে স্থাপিত বিশেষ আদালতে নিয়ে যাওয়া হবে। হাজিরা শেষ হলে তাকে কারাগারে নেয়া হতে পারে।
খালেদা জিয়ার মামলার শুনানিকে ঘিরে নাজিমউদ্দিন রোডের পুরাতন কারাগারের আশপাশেও নিরাপত্তা জোরদার করা হয়েছে। সেখানেও বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে। এছাড়া কারাগারের আশপাশের সড়কে যান চলাচল সীমিত করা হয়েছে।
আরকেএইচ