বিশেষ আদালতে খালেদা

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) থেকে বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়াকে বিশেষ আদালতে নেওয়া হয়েছে।
বৃহস্পতিবার বেলা পৌনে ১২টার দিকে নাজিমউদ্দিন রোডের পুরাতন কারাগারে খালেদা জিয়াকে নেয়া হয়। এই কারাগারে স্থাপিত বিশেষ আদালতে খালেদা জিয়ার বিরুদ্ধে দায়ের করা নাইকো দুর্নীতি মামলার শুনানির দিন ধার্য রয়েছে আজ।
বেলা ১১টা ২০ মিনিটে একটি কালো গাড়িতে করে খালেদ জিয়াকে বিএসএমএমইউ হাসপাতালের কেবিন বের করে কারাগারের পথে রওনা দেয়া হয়।
কারাসূত্র জানিয়েছে, খালেদা জিয়ার আজ আদালতে হাজিরা আছে। হাসপাতাল থেকে কারাগারে স্থাপিত বিশেষ আদালতে নিয়ে যাওয়া হবে। হাজিরা শেষ হলে তাকে কারাগারে নেয়া হতে পারে।
গত ৬ অক্টোবর থেকে বেগম জিয়া বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালের ভিআইপি কেবিন ৬১১ নম্বরে চিকিৎসাধীন ছিলেন দুর্নীতির মামলায় সাজাপ্রাপ্ত বিএনপি চেয়ারপারসন।
আরকেএইচ