আজ কারাগারে ফিরছেন খালেদা

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) চিকিৎসাধীন দুর্নীতির মামলায় সাজাপ্রাপ্ত বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে কারাগারে নেয়া হবে। আজ বৃহস্পতিবার দুপুর ১২টায় খালেদা জিয়াকে পুরান ঢাকার পুরাতন কেন্দ্রীয় কারাগারে নেওয়া হবে। ইতোমধ্যে কারাগারে ফেরত পাঠানোর যাতীয় প্রস্তুতি মুরু হয়েছে বলে কারা অধিদফতর সূত্র জানিয়েছে।
বিএসএমএমইউ সূত্রে জানা গেছে, খঅলেদা জিয়ার স্বাস্থ্য পরীক্ষা শেষে আজ চিকিৎসকদের পক্ষ থেকে একটি সংবাদ সম্মেলন করা হবে। সেখানেই খালেদাকে কারাগারে নেওয়ার বিষয়ে সিদ্ধান্ত জানানো হবে। এ লক্ষ্যে সকাল থেকেই বিএসএমএমইউ এর চারপাশে নিরাপত্তা জোরদার করা হয়েছে। হাসপাতালের আশপাশের এলাকায় বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে। এছাড়া নাজিমউদ্দিন রোডের পুরাতন কারাগারের আশপাশেও নিরাপত্তা জোরদার করা হয়েছে।
খালেদা জিয়ার বিরুদ্ধে করা নাইকো দুর্নীতি মামলার অভিযোগ গঠনের শুনানির দিন ধার্য থাকায় আজ ঢাকার নাজিমউদ্দিন রোডের কেন্দ্রীয় কারাগারের অস্থায়ী আদালতে নেয়ার সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। এরই মধ্যে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালের ভিআইপি কেবিন ৬১১ নম্বর থেকে খালেদা জিয়ার আসবাপত্রসহ সকল সামগ্রী একে একে বের করা হয়েছে।
গত ৬ অক্টোবর থেকে বেগম জিয়া বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালের ভিআইপি কেবিন ৬১১ নম্বরে চিকিৎসাধীন রয়েছেন।
আরকেএইচ