ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে হুশিয়ারি উচ্চারণ সাহারা খাতুনের

আওয়ামী লীগের অন্যতম প্রেসিডিয়াম সদস্য, ডাকা ও টেলিযোগাযোগ মন্ত্রী অ্যাডভোকেট সাহারা খাতুন এম.পি বলেছন, আমরা যারা আওয়ামী লীগ পরিবারের সদস্য তারা যদি ঐক্যবদ্ধ থাকি এমন কোন শক্তি, কুচক্রী মহল নেই যারা আমাদের কে এই জায়গায় থেকে সরাতে পারে। কোন কুচক্রী মহল বা ষড়যন্ত্রকারী ষড়যন্ত্র করে বাংলাদেশের মাটিতে টিকে থাকতে পারবে না।
বুধবার (৭ নভেম্বর) সন্ধ্যায় রাজধানীর কুড়িল বিশ্বরোড পাশে সাদ মুসা সিটি সেন্টারের আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচন ২০১৮ উপলক্ষে ১৭নং ওয়ার্ড আওয়ামী লীগের এর উদ্যোগ কেন্দ্র ভিত্তিক নির্বাচন পরিচালনা কমিটির গঠনের লক্ষ্যে এই আলোচনা সভাটি অনুষ্ঠিত হয়।
সাহার খাতুন বলেন, ২০১৪সালে বিএনপি এবং জামাত আমাদের নির্বাচনকে বানচাল করতে চেয়ে ছিল। বাসে, ট্রানে আগুন লাগিয়ে মানুষকে পুড়িয়ে মেরে ছিল। কিন্তু তারা সফল হয়নি। নির্বাচনকে বানচাল করতে পারে নি। এই নির্বাচনে যতই ঝড় তুফান আসুক না কেন কেউই নির্বাচন বানচাল করতে পারবে না।
তিনি বলেন, ড. কামাল হোসেনের নেতৃত্ব তারা মোর্চা গঠন করছে। তাতে আওয়ামী লীগের কিছু আসে যায় না। ড. কামাল হোসেনে ভুলে গেছেন? আওয়ামী লীগ করেই তার পরিচয় হয়েছে। আওয়ামী লীগ করেই তাকে এই দেশ চিনেছেন। আওয়ামী লীগ করার পরই আজকে তার নাম হয়েছে। বঙ্গবন্ধু তাকে সংবিধান করণীয় জন্য তাকে চেয়ারম্যান এর দায়িত্ব দিয়ে ছিলেন। আজকে তিনি আওয়ামী লীগ ছেড়ে গিয়ে গণফোরাম করেছেন। তিনি এখন পর্যন্ত কোন নির্বাচনে জিততে পারেনি। আওয়ামী লীগকে আজ পর্যন্ত যারাই ছেড়ে গেছেন তারা কোন দিন নির্বাচনে জিততে পারেননি।
ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সদস্য ইসরাফিল আসরাফ বলেন, আমাদের সামনে একাদশ জাতীয় সংসদ নির্বাচন এই নির্বাচন আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ।যারা সংলাপ করছে তারা নির্বাচন আসেন কি না তা নিয়ে আমার সেন্দহে রয়েছে । কারণ কয়েকটি দল মিলে একটি একটি ঐক্যফন্ট দল গঠন করেছেন। তিনি জনগনের কাছে প্রশ্ন করে বলেন, আপনারই বলেন ড.কামাল হোসেন কখন কোন জায়গায় থেকে নির্বাচনে পাস করেছেন। তারা নির্বাচন করার জন্য এই দেশে ঐক্যবদ্ধ হয়নি। তারা আবার নির্বাচনকে বানচাল করার জন্য ষড়যন্ত্র করছে। আমাদেরকে ঐক্যবদ্ধ ভাবে এই সমস্যা মোকাবিলা করতে হবে। বিএনপি জামাত কোন ষড়যন্ত্র করে এখনো পার পাইনি সামনে ও পাবে না। আমাদের সবাই কে সজাগ দৃষ্টি রাখতে হবে।
১৭নং ওয়ার্ডের সভাপতি আলহাজ্ব মোঃ ওমর আলীর সভাপতিত্বে উপস্থিত ছিলেন, ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সদস্য ইসরাফিল আসরাফ, ভাঁটার থানার সভাপতি ইসহাক মিয়া, ওয়ার্ডের কাউন্সিলর বীর মুক্তিযোদ্ধা ডা.জিন্নাত আলী, সাধারণ সম্পাদক জাকির হোসেন এবং, শহিদুল্লাহ ইসলাম, আজগর, বশির আজাদ, জাহেদ আলী প্রমুখ।
এএইচ/এমএ