কাদের সিদ্দিকীকে চ্যালেঞ্জ ছুড়ে দিলেন বরগুনার দেলোয়ার

বরগুনার জনপ্রিয় নেতা দেলোয়ার হোসেন (সাবেক সাংসদ) তার ফেসবুকে বলেন, কাদের সিদ্দিকি আপনি নেত্রীর আসনে কামাল হোসেনকে দিয়ে হারাতে চান। পাগলের প্রলাপ! আপনাকে চিনি একত্রে এমপি ছিলাম ২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত।
তাকে বিএনপির দালাল উল্লেখ করে তিনি বলেন, বিএনপির দালালি কম করেননি। নেত্রী অনেক অনেক বড় ব্যাপার। যদি সাহস থাকে বরগুনা পটুয়াখালীর যে কোনো আসনে ড: কামালকে নিয়ে আমার সাথে প্রতিদ্বন্দ্বিতায় আসুন। যদি লক্ষাধিক ভোটে না হারেন তবে আপনার গোলামী করব সারাজীবন।
উল্লেখ্য, দোলোয়ার হোসেন বরগুনার সাবেক সাংসদ এবং বর্তমান জেলা পরিষদ চেয়ারম্যান। সততা ও নিষ্ঠার কারনে তার জনপ্রিয়তা এই অঞ্চলে বরাবরই তুঙ্গে।আসন্ন সংসদ নির্বাচনে তিনি আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশী।
এমএ