এমপি হানিফকে ইবি ছাত্রলীগের শুভেচ্ছা

কুষ্টিয়া-৩ আসনের সাংসদ ও বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছে ইসলামী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ। বুধবার (৭ নভেম্বর) সকাল সাড়ে ১১টায় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে তাকে শুভেচ্ছা জানানো হয়।
জানা যায়, নির্বাচনী কাজে ঢাকা থেকে খুলনা-কুষ্টিয়া মহাসড়ক হয়ে ফিরছিলেন এমপি হানিফ। এসময় শাখা ছাত্রলীগের সভাপতি শাহিনুর রহমান শাহিন ও সাধারণ সম্পাদক জুয়েল রানা হালিমের নেতৃত্বে প্রায় তিন শতাধিক নেতাকর্মী উপস্থিত হন। তারা ক্যাম্পাসের প্রধান ফটকের সামনে মহাসড়কে সাড়িবদ্ধ হয়ে দাড়িয়ে স্লোগানে স্লোগানে মুখোরিত করে পুরো এলাকা। এমপি হানিফ উপস্থিত হলে ফুল দিয়ে তৈরী নৌকা প্রতীক দিয়ে তাকে শুভেচ্ছা জানান সভাপতি, সাধারণ সম্পাদকসহ অন্যান্য নেতাকর্মীরা।
এসময় ছাত্রলীগ নেতা আবুল খায়ের মোল্লা, আলমগীর হোসেন আলো, আবুহেনা মোস্তফা কামাল, মোহাম্মাদ আলী সবুজ, সালাউদ্দিন আহমেদ সজল, আব্দুল ওদুদ, তন্ময় শাহ টনি, রিজভী আহমেদ পাপন, ফয়সাল সিদ্দিকী আরাফাত, শিহাব, অনিক, আবির, মাহিদুল, সোহাগ, জুবায়ের, ইমন, তুষার, হামিদ, নিশান, নাইম, সাগরসহ অন্যান্য নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।
এমএ