‘আলোচনা ও আন্দোলন একসাথেই চলবে’

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দ্বিতীয় দফা সংলাপও ফলপ্রসূ হয়নি জাতীয় ঐক্যফ্রন্টের। তাই আলোচনা ও আন্দোলন চালিয়ে যাওয়ার কথা বলেছেন ঐক্যফ্রন্টের মুখপাত্র ও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ বুধবার গণভবনে তিন ঘণ্টা সংলাপ শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
মির্জা ফখরুল বলেন, সংলাপ পুরোপুরি ফলপ্রসূ হয়নি, আলোচনা ও আন্দোলন একসাথেই চলবে। সরকার একগুয়েমি ছাড়েনি। তবে আরো আলোচনার সুযোগ রয়েছে।
বেলা ১১টায় প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার নেতৃত্বে ১৪ দলীয় জোট ও জাতীয় ঐক্যফ্রন্টের নেতাদের মধ্যে দ্বিতীয় দফা সংলাপ শুরু হয়। দুপুর ২টার কিছু পরে এই সংলাপ শেষ হয় ।
সংলাপে সমঝোতার লক্ষ্যে ঐক্যফ্রন্টের নেতা ড. কামাল হোসেন চারটি প্রস্তাব দিয়েছন। এই প্রস্তাবগুলো হচ্ছে, যে কোনো মূল্যে খালেদা জিয়ার মুক্তি, নির্বাচনীকালীন সরকারে ঐক্যফ্রন্ট থেকে স্বরাষ্ট্রসহ চারমন্ত্রী, তফসিল ঘোষণা পেছানো এবং গ্রেফতারকৃতদের মুক্তি ও হয়রানি বন্ধ করা।
আরকেএইচ