ঢাকা রবিবার, ৪ঠা মে ২০২৫, ২২শে বৈশাখ ১৪৩২


হঠাৎ অসুস্থ কামাল


৭ নভেম্বর ২০১৮ ০৪:৫৩

ফাইল ছবি

দ্বিতীয় দফা সংলাপের আগেই রাতে অসুস্থ হয়ে পড়েছেন জাতীয় ঐক্যফ্রন্টের প্রধান নেতা ড. কামাল হোসেন। বিষয়টি নিশ্চিত করেছেন ঐক্যফ্রন্ট নেতা ও গণফোরামের সাধারণ সম্পাদক মোস্তফা মহসীন মণ্টু।

মঙ্গলবার (৬ নভেম্বর) রাত ১০টার দিকে মণ্টু গণমাধ্যমকে বলেন, ‘ড. কামাল হোসেন অসুস্থ। আমরা এখন তাকে দেখতে তার বাসায় যাচ্ছি।’

কামাল হোসেন তবে বুধবারের সংলাপে অংশ নেবে কি না- এমন প্রশ্নে মন্টু বলেন, ‘তিনি সুস্থ হলে আগামী কালের সংলাপে যাবেন।’

এর আগে বুধবারের সংলাপে ফ্রন্টের পক্ষ থেকে বুধবারের সংলাপে ১১ জন গণভবনে যাবেন বলে বিজ্ঞপ্তিতে বলা হয়। ড. কামাল যেতে না পারলে কী হবে- এমন প্রশ্নে ফ্রন্টের নেতারা কিছু বলতে পারছেন না।

আগামীকালের (বুধবার) সংলাপে অংশগ্রহণ নিয়ে ঐক্যফ্রন্টের আরেক নেতা জাফরুল্লাহ চৌধুরী বলেন, ‘কামাল হোসেন সাহেব অসুস্থ, আমরা তাকে দেখতে যাচ্ছি। তার সাথে পরামর্শ করতে। তিনি যদি সুস্থ থাকেন অবশ্যই যাবেন।’

কামাল হোসেন সংলাপে যেতে পারবেন বলে আশাবাদী বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, ‘আমরা সবাই যাব আগামী কালের সংলাপে।’

গত ১ নভেম্বর ওকামাল হোসেনের নেতৃত্বে ঐক্যফ্রন্টের ২০ নেতা যান গণভবনে। তবে সেই আলোচনায় সন্তুষ্ট নন জোট নেতারা। আর এরপর দ্বিতীয় দফা সংলাপে বসতে ড. কামালের প্রস্তাবে প্রধানমন্ত্রী সায় দিয়ে বুধবার বেলা ১১টায় সময় দিয়েছেন।

এমএ