ঢাকা রবিবার, ৪ঠা মে ২০২৫, ২২শে বৈশাখ ১৪৩২


ইসলামী দলগুলো পাশে পাচ্ছে আ.লীগ


৭ নভেম্বর ২০১৮ ০১:৪৭

ওবায়দুল কাদের বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা আবারও ক্ষমতায় ফিরে আসবেন। এ ব্যাপারে ইসলামিক দলগুলোর নেতারা সার্বিক সহযোগিতায় পাশে থাকার অঙ্গীকার করেছেন।

মঙ্গলবার (৬ নভেম্বর) গণভবনে নয়টি ইসলামী দলের সঙ্গে ক্ষমতাসীন ১৪ দলীয় জোটের সংলাপ শেষে তিনি এ কথা বলেন।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, আগামী ৯ নভেম্বর থেকে আওয়ামী লীগের মনোনয়নপ্রত্যাশীদের মধ্যে ফরম বিতরণ ও জমা নেয়ার কাজ শুরু হবে। পরবর্তী নির্দেশনা না দেয়া পর্যন্ত মনোনয়ন ফরম সংগ্রহ ও জমাগ্রহণ চলবে।

সংলাপের বিষয় তুলে ধরে ওবায়দুল কাদের বলেন, একটা বিষয়ে সকলে একমত হয়েছে, সেটা হচ্ছে মুক্তিযুদ্ধের মূল্যবোধ, স্বাধীনতার আদর্শের ব্যাপারে প্রত্যেকে অভিন্ন অভিমত উচ্চারণ করেছেন।বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা ১০ বছর ধরে যেভাবে দেশ পরিচালিত করেছেন এতে প্রত্যেকেই তার ভূয়সী প্রশংসা করছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আবারও ক্ষমতায় ফিরে আসবে -এ ব্যাপারে তারা তাদের সার্বিক সহযোগিতা করবেন বলে অকপটে বলেছেন।

সংলাপে অংশ নেয় ইসলামী ঐক্যজোট, বাংলাদেশ মুসলিম লীগ, বাংলাদেশ জালালী পার্টি, আশিক্কীনে আউলিয়া ঐক্য পরিষদ বাংলাদেশ, জাকের পার্টি; বাংলাদেশ জাতীয় ইসলামী জোট-বিএনআইএ, বাংলাদেশ সম্মিলিত ইসলামী জোট, ইসলামিক ডেমোক্রেটিক এ্যালায়েন্স (আইডিএ)।

ইসলামী ঐক্যজোটের চেয়ারম্যান মাওলানা আবদুল লতিফ নেজামীর নেতৃত্বে নয়টি দলের প্রতিনিধির মধ্যে ছিলেন মুফতি ফয়জুল্লাহ, মাওলানা আবুল হাসানাত আমিনী, মাওলানা জসীমউদ্দিন, মাওলানা আব্দুর রশিদ মজুমদার, মাওলানা আব্দুল হামিদ (পীর সাহেব মধুপুর), মাওলানা আলতাফ হোসাইন, মাওলানা মুফতী তৈয়্যব হোসাইন, মাওলানা আবুল কাসেম, মাওলানা ফজলুর রহমান, মাওলানা শেখ লোকমান হোসাইন, মুফতি সাখাওয়াত হোসাইন প্রমুখ।

এমএ