ঢাকা রবিবার, ৪ঠা মে ২০২৫, ২২শে বৈশাখ ১৪৩২


কালকিনিতে এমপি প্রার্থী হিসেবে বাহাউদ্দিন নাছিমের নাম প্রস্তাব


৬ নভেম্বর ২০১৮ ০০:০০

মাদারীপুরের কালকিনিতে আ’লীগের বিশেষ বর্ধিত সভায় এমপি প্রার্থী হিসেবে বাহাউদ্দিন নাছিমের একক নাম প্রস্তাবের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

কালকিনি উপজেলা ও পৌর আ’লীগের উদ্যোগে রোববার সকালে স্থানীয় দলীয় কার্যালয়ে এক বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়। বর্ধিত সভায় আ’লীগ, যুবলীগ ও ছাত্রলীগসহ সকল তৃণমূল অঙ্গসংগঠনের নেতাকর্মীদের সর্বসম্মতিক্রমে মাদারীপুর-৩ আসনে আ’লীগের এমপি প্রার্থী হিসেবে আ ফ ম বাহাউদ্দিন নাছিমের নাম এককভাবে চূড়ান্ত প্রস্তাবনায় গৃহীত হয়। এতে বাহাউদ্দিন নাছিমের নাম ছাড়া অন্য কোন নাম প্রস্তাবনায় ওঠেনি। তাই শুধু নাছিমের নাম একক এমপি প্রার্থী হিসেবে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানা গেছে।

এ প্রসঙ্গে জেলা আওয়ামী লীগের সভাপতি সাহাবুদ্দিন আহম্মেদ মোল্লা বলেন,বিশেষ বর্ধিত সভায় তৃণমূলের নেতাকর্মীরা আমাদের সামনে তাদের বক্তব্য উপস্থাপন করেছে। সে সময় তারা বলেছে, বাহাউদ্দিন নাছিম এমপি থাকাকালীন সময়ে তারা দলে মূল্যায়িত হয়েছে এবং এলাকায় আওয়ামী লীগ সংগঠিত ও সুসংহত হয়েছে। আগামীতে আওয়ামী লীগকে ক্ষমতায় আনতে এবং এলাকার উন্নয়নের জন্য তারা বাহাউদ্দিন নাছিমকে এলাকায় সংসদ সদস্য হিসেবে দেখতে চায় এ বার্তাটি আমরা যেন মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার কাছে তাদের পক্ষ থেকে পৌঁছে দেই। এর উপর ভিত্তি করে বিশেষ বর্ধিত সভায় তৃণমূলের দাবির প্রেক্ষিতে এমপি প্রার্থী হিসেবে বাহাউদ্দিন নাছিমের একক নাম প্রস্তাবের সিদ্ধান্ত গৃহীত হয়।

সভায় উপজেলা আ’লীগের সভাপতি তাহমিনা সিদ্দিকীর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা আ’লীগের সভাপতি সাহাবুদ্দিন আহম্মেদ মোল্লা। বিশেষ অতিথি ছিলেন জেলা আ’লীগের সাধারণ সম্পাদক কাজল কৃষ্ণ দে, সহ-সভাপতি সৈয়দ বাসার, আওলাদ হোসেন মাষ্টার, খায়রুল আলম খোকন বেপারী, উপজেলা চেয়ারম্যান তৌফিকুজ্জামান শাহিন। উপস্থিত ছিলেন উপজেলা আ’লীগের যুগ্নসম্পাদক লোকমান সরদার, মীর মামুন, সাংগঠনিক সম্পাদক সোহেল তালুকদার, সোহেল রানা মিঠু, পৌর আ’লীগের সভাপতি আবুল বাশার, সম্পাদক মেয়র এনায়েত হোসেন, পৌর-আওয়ামীলীগের কার্যকরী পরিষদের সদস্য ও বীর মুক্তিযোদ্ধা মালেকুজ্জামান মালেক, উপজেলা আওয়ামী লীগের সদস্য আলী আহম্মেদ লিটন, সদস্য শাহাবুদ্দিন ফকির মিঠু, সদস্য হাফিজুর রহমান মিলন, সদস্য কামরুল হাসান নুরমোহাম্মদ মোল্লা, বালিগ্রাম ইউনিয়নের চেয়ারম্যান জাকির হোসেন খানসহ সকল ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি, সাধারণ সম্পাদক, স্বেচ্ছাসেবকলীগের আহবায়ক ফরিদ সরদার, যুগ্ম-আহবায়ক আনিচ খলিফা, উপজেলা ছাত্রলীগের সভাপতি অহেদুজ্জামান বুলেট, সম্পাদক মীর সুজন, পৌর ছাত্রলীগের সভাপতি বাকামিন খান প্রমুখ।

এমএ