ঢাকা রবিবার, ৪ঠা মে ২০২৫, ২২শে বৈশাখ ১৪৩২


জাতীয় ঐক্যফ্রন্টে যোগ দিলেন কাদের সিদ্দিকী


৫ নভেম্বর ২০১৮ ১৯:১৯

কৃষক শ্রমিক জনতা লীগ সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী ড. কামাল হোসনের নেতৃত্বাধীন জাতীয় ঐক্যফ্রন্টে যোগ দিয়েছেন। সোমবার (৫ নভেম্বর) দুপুর সোয়া ১টার দিকে মতিঝিলে দলের কার্যালয়ে সংবাদ সম্মেলনে এই ঘোষণা দিয়েছেন কাদের সিদ্দিকী।

এর আগে সকাল ১০টায় দলের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়। সে সময় কৃষক শ্রমিক জনতা লীগের যুগ্ম-মহাসচিব প্রিন্সিপাল ইকবাল সিদ্দিকী জানিয়েছিলেন ১টার দিকে সংবাদ সম্মেলনে আসবেন কাদের সিদ্দিকী।

কাদের সিদ্দিকী ড. কামাল হোসনের নেতৃত্বাধীন জাতীয় ঐক্যফ্রন্টে যোগ দেবেন, নাকি একলা চলবেন এ নিয়ে গেল সপ্তাহজুড়ে চলে জল্পনা-কল্পনা। আজ আনুষ্ঠানিক ঘোষণার মাধ্যমে সেই জল্পনা-কল্পনার অবসান হলো।

গত ৩ নভেম্বর সন্ধ্যায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে জেলহত্যা দিবসের আলোচনা সভায় বঙ্গবীর কাদের সিদ্দিকী বলেছিলেন, ঐক্যফ্রন্টে যোগ দেওয়ার ব্যাপারে একদিন সময় চাচ্ছি। সোমবার আমি আমার অবস্থান পরিষ্কার করবো। ওই দিন রাতেই বিএনপির কয়েকজন নেতা কাদের সিদ্দিকীর বাসায় গিয়ে বৈঠক করেন।