কিছুক্ষণের মধ্যেই আসছেন কাদের সিদ্দিকী, আনছেন কী চমক?

আজ (৫ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে মতিঝিলে দলের কার্যালয়ে বর্ধিতসভা শুরু হয়। এরপর দুপুর ১টার আগে সংবাদ সম্মেলন করবেন কাদের সিদ্দিকী, এমনটাই জানান কৃষক শ্রমিক জনতা লীগের যুগ্ম-মহাসচিব প্রিন্সিপাল ইকবাল সিদ্দিকী। অর্থ্যাৎ কিছুক্ষণের মধ্যেই সংবাদ সম্মেলনে আসছেন কৃষক শ্রমিক জনতা লীগ সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী।
ইকবাল সিদ্দিকী বলেন, এ সংবাদ সম্মেলন থেকেই জাতীয় ঐক্যফ্রন্টে যোগ দেওয়ার বিষয়ে কাদের সিদ্দিকী তার অবস্থান পরিষ্কার করবেন।
কাদের সিদ্দিকী ড. কামাল হোসনের নেতৃত্বাধীন জাতীয় ঐক্যফ্রন্টে যোগ দেবেন, নাকি একলা চলবেন এ বিষয়ে তার রাজনৈতিক অবস্থান জানাবেন আজ। কী চমক দেখাবেন তা নিয়ে কয়েক দিন ধরেই জল্পনা-কল্পনা চলছে।
গত ৩ নভেম্বর সন্ধ্যায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে জেলহত্যা দিবসের আলোচনা সভায় বঙ্গবীর কাদের সিদ্দিকী বলেছিলেন, ঐক্যফ্রন্টে যোগ দেওয়ার ব্যাপারে একদিন সময় চাচ্ছি। সোমবার আমি আমার অবস্থান পরিষ্কার করবো। ওই দিন রাতেই বিএনপির কয়েকজন নেতা কাদের সিদ্দিকীর বাসায় গিয়ে বৈঠক করেন।