ঢাকা রবিবার, ৪ঠা মে ২০২৫, ২২শে বৈশাখ ১৪৩২


সুযোগ পেয়েই ড. কামালকে ধুয়ে দিলেন মঈনুল


৫ নভেম্বর ২০১৮ ০০:৪৬

ঐক্যফ্রন্ট নেতা ব্যারিস্টার মইনুল হোসেন রংপুরের আদালতেও চালালেন অশ্লীল শব্দ। রোববার (৪ নভেম্বর) মানহানি মামলায় জামিনের জন্য তাকে রংপুরের একটি আদালতে হাজির করা হয়। সেখানে তার সঙ্গে দেখা করতে যান গণফোরামের কয়েকজন আইনজীবী।

তারা গণফোরাম যুক্ত আছেন শুনেই ক্ষিপ্ত হয়ে ওঠেন ব্যারিস্টার মইনুল। এ সময় তিনি রেগে গিয়ে বলেন, ‘ড. কামাল আমার …. (মুদ্রণ অযোগ্য)। সে আমার ইয়ে। তারে আমি মজা দেখাবো। এখন সাধু হইছে, নেতা হইছে। দেখি কত বড় নেতা। গেট আউট, যাও।’ পরে তিনি বলেন, ‘ফ্রন্ট, ট্রন্ট সব ভুয়া, ড. কামাল হোসেন একটা ধান্দাবাজ।’

প্রসঙ্গত, রংপুরে দায়ের করা এক মানহানি মামলায় ব্যারিস্টার মইনুলকে গত ২২ অক্টোবর গ্রেপ্তার করা হয়। রোববার তাকে জামিনের জন্য রংপুরের আদালতে হাজির করা হয়। আদালত তার জামিন না মঞ্জুর করে।
তত্ত্বাবাধায়ক সরকারের সাবেক এই উপদেষ্টার বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনের একটি মামলাসহ মোট ৮টি মামলা রয়েছে। ব্যারিস্টার মইনুল হোসেন গ্রেপ্তার হবার পর তার স্ত্রী, পুত্র কেউ তাকে কারাগারে দেখতে যায়নি। গ্রেপ্তারের আগে তিনি তার পক্ষে অবস্থান গ্রহণের জন্য ড. কামালকে অনুরোধ করেছিলেন, কিন্তু ড. কামাল সেই অনুরোধ প্রত্যাখান করেন। এ কারণেই ড. কামালের ওপর চরম অভিমান করছেন মঈনুল। এমনটাই মনে করছেন বিশেষজ্ঞরা।

এমএ