ঢাকা রবিবার, ৪ঠা মে ২০২৫, ২২শে বৈশাখ ১৪৩২


নাড়া দিয়ে সাড়া পেতে চান কামাল


৪ নভেম্বর ২০১৮ ১৮:১২

ফাইল ফটো

‘নাড়া যখন দিয়েছি, তখন একটা কিছু হবে। আমি আশাবাদী, আশাহত না। এইজন্যই নেমেছি।’ এমন মন্তব্য করেছেন জাতীয় ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা ড. কামাল হোসেন। শনিবার সন্ধ্যায় রাজধানীর মতিঝিলে নিজ চেম্বারে ঐক্যফ্রন্টের নেতাদের সঙ্গে বৈঠক শেষে তিনি এ মন্তব্য করেন।

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির বিষয়ে এক প্রশ্নের জবাবে ড. কামাল হোসেন বলেন, ‘সাজাপ্রাপ্ত আসামিও প্যারোলে মুক্তি পেতে পারেন। তবে তা একটু ডিফিকাল্ট।’

ওই বৈঠকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, জাতীয় স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ, ড. খন্দকার খন্দকার মোশাররফ হোসেন, গণস্বাস্থ্য নগর হাসপাতালের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী, জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) সভাপতি আ স ম আবদুর রব, মহাসচিব তানিয়া রব, নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্নাসহ অন্য নেতারা অংশ নেন।

গত বৃহস্পতিবার গণভবনে প্রধানমন্ত্রীর সঙ্গে প্রথম দফা সংলাপে বসে জাতীয় ঐক্যফ্রন্টের শীর্ষ নেতারা। ওই সংলাপে বেশ কিছু দাবি-দাওয়া নিয়ে তাদের মধ্যে আলোচনা হয়। তবে ওই সংলাপ থেকে প্রাপ্তি খুব একটা নেই। ওই সংলাপের প্রতিক্রিয়ায় ড. কামাল বলেন, সংলাপ থেকে তেমন কোনো সমাধান পাওয়া যায়নি। তাই আজ রোববার আবারও সংলাপে বসতে প্রধানমন্ত্রীকে চিঠি দেবে ঐক্যফ্রন্ট।

নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না জানান, প্রথম দফায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সংলাপে ‘কাঙ্ক্ষিত সফলতা’ না আসায় ফের সংলাপে বসার সিদ্ধান্ত নিয়েছে জাতীয় ঐক্যফ্রন্ট। এ লক্ষ্যে রোববার প্রধানমন্ত্রীকে ফের চিঠি পাঠাবেন ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা ড. কামাল হোসেন।

এছাড়া নির্বাচনের তফসিল পেছানোর দাবিও জানিয়েছে ঐক্যফ্রন্ট। তফসিল পেছানোর দাবিতে শনিবার বিকেলে নির্বাচন কমিশনকে চিঠি দিয়েছে জাতীয় ঐক্যফ্রন্ট। তবে নির্বাচন কমিশনের তরফ থেকে জানানো হয়েছে চলতি সপ্তাহে তফসিল ঘোষণা করা হবে।

আরকেএইচ