দেশছাড়ার আগে ড. কামালকে যা বলে গেলেন বার্নিকাট

আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপিসহ অন্যান্য রাজনৈতিক দলগুলোর অংশগ্রহণ নিশ্চিত করতে ড. কামাল হোসেনকে দায়িত্ব দিলেন কূটনীতিকরা। শুক্রবার (৪ নভেম্বর) সন্ধ্যায় মার্কিন রাষ্ট্রদূত মার্শিয়া বার্নিকাট যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেন। ঢাকা ত্যাগের আগে তিনি সর্বশেষ বৈঠকটি করেন ড. কামাল হোসেনের সঙ্গে।
কামালের সঙ্গে বৈঠকে বার্নিকাট বলেন, ‘সংবিধানের আলোকে বর্তমান প্রধানমন্ত্রীকে রেখেই একটা নির্বাচন করা যেতে পারে। নির্বাচন কমিশন যেন শক্তিশালী হয়, নির্বাচন কমিশনের কর্তৃত্বে যেন নির্বাচনের সঙ্গে সংশ্লিষ্ট সব প্রশাসন চলে আসে। সরকার যে অঙ্গীকার করেছে, সে অঙ্গীকারের ওপর আস্থা রেখেই সব বিরোধী দলের উচিত নির্বাচনে যাওয়া।’
আগামী নির্বাচনে আশঙ্কা প্রকাশ করেন বার্নিকাট। তিনি বলেন, বিএনপির মধ্যে একটা বড় স্রোত আছে যারা নির্বাচন থেকে দূরে থাকতে চায়। এটা ভুল এবং বিভ্রান্তিমূলক হবে বলে আমি মনে করি।
এ সময় ড. কামাল বলেছেন, ‘যে সংলাপ শুরু হয়েছে তা শতভাগই সফল। সংলাপ আরও এগোলে একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হতে পারে।’
বার্নিকাট ড. কামালকে বলেছেন, বিএনপিকে নির্বাচনে আনার ক্ষেত্রে বড় নির্ধারকের ভূমিকা পালন করতে পারেন তিনি।
এমএ