ঢাকা রবিবার, ৪ঠা মে ২০২৫, ২২শে বৈশাখ ১৪৩২


কাউকে রাজনৈতিক কারণে গ্রেপ্তার করা হয়নি: প্রধানমন্ত্রী


৪ নভেম্বর ২০১৮ ০৩:০১

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বিএনপির তৈরি লোকজনই খালেদা ও তারেক রহমানের বিরুদ্ধে মামলা করেছেন। আপনজনদের করা মামলাতেই তারা সাজা পেয়েছেন। সংলাপে বিভিন্ন আলোচনার মাঝে রাজবন্দীদের মুক্তির দাবিও জানানো হয়। তবে কাউকে রাজনৈতিক কারণে গ্রেপ্তার করা হয়নি। খালেদা জিয়া ও তারেক রহমানের বিরুদ্ধে তাদের আপনজনরাই মামলা করেছে।

শনিবার (৩ নভেম্বর) বিকেলে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশনে জেল হত্যা দিবস উপলক্ষ্যে জাতীয় চার নেতার স্মরণসভায় প্রধানমন্ত্রী একথা বলেন।

সম্প্রতি জাতীয় ঐক্যফ্রন্ট ও যুক্তফ্রন্টের সঙ্গে আওয়ামী লীগের সংলাপে বিএনপিনেত্রী খালেদা জিয়াসহ রাজবন্দীদের মুক্তি দাবি করা হয়।

এ প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, তাদের বানানো রাষ্ট্রপতি ইয়াজ উদ্দিন, তাদেরই বানানো সেনাপ্রধান মঈন উদ্দীন, বাংলাদেশ ব্যাংকের গভর্ণর ফখরুদ্দীনরাই এ মামলা করেছেন। এরা সবাই ছিলেন বিএনপিরই তৈরি। তারা ক্ষমতায় বসে মামলা দিয়েছে। তাদের (বিএনপি) উপদেষ্টা মইনুল হোসেনই মামলাটা তৈরী করে দিয়েছেন।

এসব মামলায় ক্ষমতাসীন সরকারের কোনো দুরভিসন্ধি থাকলে একটা মামলা শেষ করতে ১০ বছর সময় লাগার কথা না উল্লেখ করে শেখ হাসিনা বলেন, ১০ বছর ধরে মামলা চলার পরে রায় হয়েছে, সেই মামলায় সাজা হয়েছে। স্বাধীন বিচার বিভাগ খালেদা জিয়াকে সাজা দিয়েছে। এখানে আমাদের কিছু করার নেই।