খেপেছেন মান্না_ ‘এই নেতারা জীবনে খায়নি?’

গণভবনের রুদ্ধদ্বার কক্ষে সংলাপের ছবি ফেসবুকে ছড়ানোয় ক্ষুব্দ প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন জাতীয় ঐক্যফ্রন্টের নেতা, নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না। তিনি বলেন, ‘আমরা গণভবনে সংলাপ করেছি, ওখানে কোনও সাংবাদিক ছিলেন না। তাহলে ফেইসবুকে ছবি গেল কী করে?
প্রধানমন্ত্রীর সঙ্গে সংলাপ করে আসার দুদিন পর শনিবার (৩ নভেম্বর) দুপুরে জাতীয় প্রেসক্লাবে এক আলোচনা সভায় এ কথা বলেন মান্না।
নাগরিক ঐক্যের এ আহ্বায়ক বলেন, আমাদের দাওয়াত করা হয়েছিল নৈশভোজের। আমরা বলেছিলাম, ভোজসভার জন্য তো আমরা যাচ্ছি না, আমরা যাচ্ছি সংলাপ করতে। এটা কোনো উৎসব নয়। অতএব নৈশভোজ নয়। উনারা মেনেছেন।
তিনি আরও বলেন, 'আমরা বলিনি যে জল পানও করব না। পানি খাওয়াবে, চা খাওয়াবে, চায়ের সাথে বিস্কুট খাওয়াবে, স্ন্যাকস দেবে, কে মানা করেছে? কিন্তু তারা স্ন্যাক্সের সাথে স্যুপের ছবি দিয়ে ছড়াবে-কী বোঝাতে চাইছে? এই নেতারা জীবনে খায়নি, খেতে গিয়েছিল সেখানে?
জাতীয় ঐক্যফ্রন্টের সঙ্গে আবারও সংলাপে বসার জন্য সরকারের প্রতি আহ্বান জানান জাতীয় ঐক্যফ্রন্টের এ নেতা।