খালেদা কোনো দিন জেল থেকে বের হতে পারবেন না

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার প্রতি ক্ষোভ প্রকাশ করে জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান ও সাবেক রাষ্ট্রপতি হুসাইন মোহাম্মদ এরশাদ বলেছেন, ‘আমাকে জেলে রাখলেন বিনা কারণে, বিনা দোষে। আমি ছয় বছর জেলে ছিলাম। আপনি এখন কোথায়? আপনি আর কোনো দিন জেল থেকে বের হতে পারবেন না। কারণ আপনি কোর্টের দ্বারা দোষী সাব্যস্ত হয়েছেন। আপনার ছেলে আর কোনো দিন দেশে আসতে পারবে না।’
শনিবার (৩ নভেম্বর) বিকেলে ইসলামপুর উপজেলার গুঠাইল উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা জাতীয় পার্টি আয়োজিত এক জনসভায় এসব কথা বলেন সাবেক এই রাষ্ট্রপতি।
এ সময় সরকারের সমালোচনা করে এরশাদ বলেন, ‘আজ দেশের মানুষ শঙ্কায় থাকে। যখন তখন খুন-গুম হয়ে যাচ্ছে। মানুষের নামে কথায় কথায় মিথ্যা মামলা হচ্ছে। জাতীয় পার্টি ক্ষমতায় এলে এসব পরোপুরি বন্ধ হবে। বাংলাদেশের সুদিন ফিরে আসবে। জাতীয় পার্টি প্রতিহিংসার রাজনীতি করে না।’
সম্প্রতি জাতীয় ঐক্যফ্রন্টের সংলাপ ব্যর্থ হয়েছে মন্তব্য করে এরশাদ বলেন, ‘আপনাদের দাবিগুলো কোনোটাই মানার যোগ্য নয়। তাই আপনাদের সংলাপ ব্যর্থ হয়েছে।’
নির্বাচন সর্ম্পকে এরশাদ আরও বলেন, ‘সামনে এখন দুটো দল আওয়ামী লীগ আর জাতীয় পার্টি। জাতীয় পার্টি যদি শক্তিশালী হই, সংগঠিত হই, তাহলে আমরা এবার ক্ষমতায় যেতে পারব।’
জাপা চেয়ারম্যান আরও বলেন, ‘জোর করে সিল মেরে নির্বাচিত হতে চাই না, কাউকে সিল মারতে দিবোও না।’ এ সময় প্রতিটি নেতাকর্মীদের অতন্ত্র প্রহরী হিসাবে প্রতিটি কেন্দ্রে পাহারা দেওয়া আহ্বান জানান তিনি।
ইসলামপুর উপজেলা জাতীয় পার্টির সভাপতি মোস্তফা আল মাহমুদের সভাপতিত্বে এই জনসভা অনুষ্ঠিত হয়। সমাবেশে আরও বক্তব্য দেন—জাপার মহাসচিব রুহল আমিন হাওলাদার, প্রেসিডিয়াম সদস্য ও জেলা জাপার সভাপতি এম এ সাত্তার, ফয়সাল চিশতি, কেন্দ্রীয় কমিটির সহসভাপতি নুর ইসলাম নুর, কেন্দ্রীয় সদস্য সাফিউল আলম প্রমুখ।
এমএ