ঢাকা রবিবার, ৪ঠা মে ২০২৫, ২২শে বৈশাখ ১৪৩২


‘ভুয়া ভুয়া’ স্লোগানে ময়মনসিংহে লাখো মানুষের উত্তাল


৩ নভেম্বর ২০১৮ ০৩:৪৫

ফাইল ফটো

ময়মনসিংহের লাখো জনসভায় বিএনপিকে উদ্দেশ্য করে ‘ভুয়া, ভুয়া’ বলে স্লোগান দিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এ সময় কাদেরের সঙ্গে মেলান উপস্থিত জনতা।

শুক্রবার (২ নভেম্বর) বিকেলে ময়মনসিংহ সার্কিট হাউজ ময়দানে এই জনসভা হয়। জনসভাস্থলে উপস্থিত হয়ে ময়মনসিংহের উন্নয়নে মোট ১৯৬টি প্রকল্পের উদ্বোধন ও ভিত্তি প্রস্তর স্থাপন করেন।

বৃহস্পতিবার রাতের সংলাপ এবং বিএনপি সরকারে থাকাকালে তাদের কর্মকাণ্ডের সমালোচনা তুলে ধরে তিনি বলেন, ‘এই ঈদ না সেই ঈদ, কোন ঈদের পর হবে আন্দোলন? নির্বাচনের আগে আর ঈদ আছে? ১০ বছর গেল, আর কবে আন্দোলন হবে?’ বক্তব্যের এক পর্যায়ে কাদের স্লোগান তোলেন, ‘ভুয়া, ভুয়া, ভুয়া, বিএনপি ভুয়া’। এ সময় উপস্থিত জনতাও কাদেরের সঙ্গে গলা মেলায়।

বঙ্গবন্ধুর খুনিদের সঙ্গে বিএনপির সম্পৃক্ততা উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, ‘এই বিএনপি, জিয়াউর রহমান বঙ্গবন্ধুর খুনিদের পুরস্কৃত করেছিল। এই বিএনপি বঙ্গবন্ধুর খুনিদের বিচার বন্ধ করতে ইনডেমনিটি অধ্যাদেশ পঞ্চম সংশোধনীতে যাতে বিচার না হয় এই ব্যবস্থা করেছি।’

‘এই বিএনপি ২১ আগস্ট বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনাকে হত্যার উদ্দেশ্যে গ্রেনেড হামলা চালিয়েছিল। শেখ হাসিনাকে যারা হত্যা করতে চেয়েছিল, যারা বেগম জিয়ার ছেলে কোকোর মৃত্যুর পর আমাদের নেত্রী বেগম জিয়ার বাড়িতে শোকাহত মাকে শান্তনা দিতে গিয়েছিলেন। সেদিন কী হয়েছে? নেত্রীকে ঢুকতে দেয়া হয়েছিল? ঘরের দরজা বন্ধ করে দিয়েছির বিএনপি।’