সংলাপে যাননি গয়েশ্বর, জানা গেল আসল কারণ

বৃহস্পতিবার (১ নভেম্বর) গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সংলাপ হয়েছে জাতীয় ঐক্যফ্রন্ট নেতাদের। এ সংলাপে অংশগ্রহণ করার কথা ছিল বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ঐক্যফ্রন্ট নেতা গয়েশ্বর চন্দ্র রায়ের। কিন্তু শেষ পর্যন্ত তিনি সংলাপে অংশগ্রহন করেননি।
তিনি তার ব্যক্তিগত সচিবের মাধ্যমে জানিয়েছেন, শারীরিকভাবে অসুস্থতার কারণেই সংলাপে উপস্থিত হতে পারেননি।
অনুসন্ধানে মিলেছে ভিন্ন তথ্য। জানা গেছে, এই সংলাপে আসলে কিছুই অর্জিত হবে না। এ কারণেই তিনি সংলাপে যাননি। সংলাপের পর রাতেই তিনি সংলাপে অংশগ্রহনকারী নেতাদের সঙ্গে টেলিফোনে আলাপ করেন। সংলাপের ঘটনা শুনে, টেলিফোনের আলাপে তিনি জানিয়ে দেন,‘ আমি এটা জানতাম। কিছুই অর্জন হবে না এবং এই সংলাপ বিএনপিকে ভাঙ্গার একটি চক্রান্ত। এজন্য আমি এর পার্ট হতে চাইনি।’
সংলাপে জাতীয় ঐক্যফ্রন্টের ২০ সদস্যের প্রতিনিধি দলের নেতৃত্ব দিয়েছেন গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন। আর ১৪ দলীয় জোটের ২৩ সদস্যের নেতৃত্ব দিয়েছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
এমএ