ঢাকা রবিবার, ৪ঠা মে ২০২৫, ২২শে বৈশাখ ১৪৩২


‘লোভ সামলাতে পারলেন না নেতারা’


২ নভেম্বর ২০১৮ ২১:৪৭

বৃহস্পতিবার (১ নভেম্বর) গণভবনে প্রধানমন্ত্রীর সঙ্গে সংলাপে বসেন ঐক্যফ্রন্টের নেতারা। সংলাপের আগে থেকেই নৈশভোজ গ্রহনে বিরত থাকার সিদ্ধান্ত নিয়েছিলেন বিএনপি নেতারা। তাদের যুক্তি ছিল, বেগম খালেদা জিয়া যেহেতু কারাগারে আছেন, সেজন্য প্রতিবাদস্বরূপ তারা নৈশভোজে অংশ নেবেন না। বিএনপির নেতাদের অনুরোধের পরিপ্রেক্ষিতে জাতীয় ঐক্যফ্রন্টও মোস্তফা মহসিন মন্টুর মাধ্যমে জাতীয় ঐক্যে জানিয়ে দেন নৈশভোজ যেন না দেওয়া হয়।

কিন্তু প্রধানমন্ত্রী তাদের কথা শোনেন নি। প্রধানমন্ত্রী বলেছেন, ‘আমার বাসায় এসে রাতের বেলা কেউ না খেয়ে যাবে সেটা হতে পারে না। অতিথি যারা আসবে, তাদের আমি আপ্যায়ন করবো। অতিথি যদি চলে যায়, সেটা তাদের ব্যাপার।’ সেজন্য তাদের আপ্যায়নের জন্য ব্যবস্থা রাখা হয়েছিলো।

ঐক্যফ্রন্টের নেতারা নৈশভোজের লোভ সামলাতে পারলেন না। যদিও মুখে বলেছিলেন তারা খাবেন না। সংলাপে প্রথম এক ঘন্টার পর বিরতিতে তাঁরা নৈশভোজ গ্রহণ করেন। শুধু তাই নয়, নৈশভোজের প্রশংসাও করেন তারা।

ইতোমধ্যেই তাদের নৈশভোজ গ্রহনের ছবিগুলো সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। এতে বিএনপির যেসব নেতারা সংলাপে যাননি, তারাও ছবি দেখে অবাক হয়ে গেছেন। তারা বলেছেন, ‘আমাদের নেতারা কি এতোই ক্ষুধার্ত ছিলেন? যে একটি নৈশভোজের লোভও সামলাতে পারলেন না। তাহলে মন্ত্রীত্বের লোভ তারা কিভাবে সামলাবেন?’