বিএনপির নেতাদের অনশন

জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় খালেদা জিয়াকে বিচারিক আদালতের দেওয়া ৫ বছরের কারাদণ্ড বাড়িয়ে ১০ বছর করার প্রতিবাদ ও তার মুক্তির দাবিতে আজ বৃহস্পতিবার সকাল ১০টা থেকে রাজধানীর মহানগর নাট্যমঞ্চে গণঅনশনে বসেছেন বিএনপির নেতাকর্মীরা।
দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সভাপতিত্বে এ উপস্থিত রয়েছে অনশনে উপস্থিত আছেন স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ, চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য আতাউর রহমান ঢালী, সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলন, এমরান সালেহ প্রিন্স, প্রচার-সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী, লেবার পার্টির চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান ইরান প্রমুখ।
খালেদা জিয়ার মুক্তির দাবিতে বিএনপির নেতাকর্মীরা প্রখর রোদ উপেক্ষা করে এই গণঅনশনে যোগ দিয়েছেন। মহানগর নাট্যমঞ্চের সামনে খোলা জায়গায় চলছে কর্মসূচি। যেখানে রোদ থেকে বাঁচার জন্য কোনো শামিয়ানা বা পর্দার ব্যবস্থা নেই। বসার জন্য নেই কোনো কিছু। তবুও বিএনপির নেতাকর্মীরা সেখানে স্বতঃস্ফূর্তভাবে অবস্থান নিয়েছেন।
এসবের মধ্যেই গতকাল বুধবার আবার বিএনপির সংশোধিত গঠনতন্ত্র গ্রহণ না করতে নির্বাচন কমিশনকে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। একটি রিটের শুনানি শেষে হাইকোর্টের বিচারপতি আশফাকুল ইসলাম ও বিচারপতি মোহাম্মদ আলীর দ্বৈত বেঞ্চ এ আদেশ দেন। একই সঙ্গে বিএনপির গঠনতন্ত্র সংশোধন করা কেন অবৈধ হবে না, সে বিষয়ে রুল জারি করা হয়েছে।
এদিকে গণঅনশন কর্মসূচিকে কেন্দ্র করে মহানগর নাট্যমঞ্চের আশপাশে কঠোর নিরাপত্তাবলয় গড়ে তুলেছেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। পাশাপাশি রয়েছে সাদা পোশাকে বিভিন্ন গোয়েন্দা সংস্থার সদস্যরা।
এসএমএন