ঢাকা শনিবার, ৩রা মে ২০২৫, ২১শে বৈশাখ ১৪৩২


‘সংলাপে খালেদা জিয়ার মুক্তির ব্যাপারে আলোচনার সুযোগ নেই’


১ নভেম্বর ২০১৮ ০৩:৩৯

ফাইল ফটো

খাদ্যমন্ত্রী এ্যাড কামরুল ইসলাম বলেছেন, আগামী নির্বাচন সংবিধানের অনুযায়ী অনুষ্ঠিত হবে। এর ভিত্তিতে সংলাপে আলোচনা হতে হবে। সংলাপে বেগম খালেদা জিয়ার মুক্তির ব্যাপারে আলোচনার কোন সুযোগ নেই। এই বিষয়টি আদালতের উপর নির্ভর করে। সংবিধানের কথা একটি সুষ্ঠু সুন্দর নির্বাচন আয়োজনের জন্য সরকার সর্বাত্মক সহযোগীতা করবে নির্বাচন কমিশনকে। সরকার শুধু রুটিন ওয়ার্ক পালন করবে।

তিনি বুধবার দুপুরে কেরানীগঞ্জে নয়াবাজার বিশ্ববিদ্যালয় কলেজের নতুন ভবনের উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন। এর আগে সকালে তিনি কালিন্দি পারজোয়ার স্কুলের নতুন ভবন, সরকারি ইস্পাহানি বিশ্ববিদ্যালয় কলেজের নতুন ভবন, শাক্তা প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবনসহ আরো ৮টি বিদ্যালয়ের নতুন ভবন উদ্বোধন করেন।

এসময় উপস্থিত ছিলেন, কেরানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহে এলিদ মাইনুল আমীন ও আওয়ামী নেতৃবৃন্দ।