ঢাকা শনিবার, ৩রা মে ২০২৫, ২১শে বৈশাখ ১৪৩২


বিএনপি নিষিদ্ধের দাবিতে ১০ দিনের কর্মসূচি সফল


১ নভেম্বর ২০১৮ ০৩:২৮

যুবলীগ চেয়ারম্যান ওমর ফারুক চৌধুরী ঘোষিত রাজনীতি থেকে বিএনপিকে নিষিদ্ধের দাবিতে ১০দিনের কর্মসূচি সফলভাবে পালন করেছে যুবলীগ মহানগর দক্ষিণ।

‘বিএনপি সন্ত্রাসী সংগঠন, এই সন্ত্রাসী সংগঠন নিষিদ্ধ হওয়া প্রয়োজন’ স্লোগানে যুবলীগ মহানগর দক্ষিণ দশম দিনের কর্মসূচির অংশ হিসেবে বংশাল থানার অন্তর্গত ৩৪ নং ওয়ার্ডে সমাবেশ, মিছিল ও লিফলেট বিলিসহ গণসংযোগ করেছে।

বিকেল ৫টায় নাজিরা চৌরাস্তার সামনে হাজির বিরিয়ানী ও হানিফ বিরিয়ানী সংলগ্ন মেয়র মোহাম্মদ হানিফ কমিউনিটি সেনটারে ৩৪ নং ওয়ার্ড যুবলীগের সভাপতি মীর মাহবুব রনির সভাপতিত্বে ও আহাদ রনির পরিচালনায় অনুষ্ঠিত হয়।

সভা পরিচালনা করেন ৩৪ নং ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক আহাদ রনি। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, যুবলীগের কেন্দ্রীয় সহ-সম্পাদক হাজী ইসমাইল হোসেন, নগর সহ-সভাপতি মুহাম্মাদ মাহবুবর রহমান পলাশ, আলী আকবর বাবুল, প্রধান অতিথি গাজী সারোয়ার হোসেন বাবু, সাংগঠনিক সম্পাদক মাকসুদুর রহমান, মহানগর উপ-সম্পাদক রিয়াজুল হক ফালান, এম আর মিঠু, মোস্তাফিজুর রহমান তপু প্রমুখ।