‘দাবি করেছিলাম চা, প্রধানমন্ত্রী খাওয়াবেন ডিনার’

দেশবাসীর কপাল খুলে গেছে বলে মন্তব্য করেছেন গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও জাতীয় ঐক্যফ্রন্টের অন্যতম নেতা ডা. জাফরুল্লাহ চৌধুরী।‘ তিনি বলেছেন, ‘আমরা (ঐক্যফ্রন্ট) চা খাওয়ানোর দাবি করেছিলাম, তিনি (প্রধানমন্ত্রী) ডিনার করাবেন। আমাদের কপাল খুলে গেছে। দেশবাসীর কপালও খুলে গেছে।’
মঙ্গলবার (৩০ অক্টোবর) নাগরিক ঐক্য কর্তৃক আয়োজিত আলোচনা সভায় এসব জাফরুল্লাহ চৌধুরী এসব কথা বলেন।
রাজধানীর তোপখানা সড়কের বাংলাদেশ শিশু কল্যাণ পরিষদের মিলনায়তনে এর আয়োজন হয়। অনুষ্ঠানে নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্নাসহ অন্যান্য অতিথিরা বক্তব্য রাখেন।
উল্লেখ্য, এর আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনা মঙ্গলবার (৩০ অক্টোবর) জাতীয় ঐক্যফ্রন্টকে সংলাপের জন্য আগামী ১ নভেম্বর সন্ধ্যা ৭টায় গণভবনে আমন্ত্রণ জানিয়েছেন।