বিএনপিকে নিষিদ্ধের দাবিতে ৬নং ওয়ার্ড যুবলীগের মিছিল

ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগ ঘোষিত ‘বিএনপি সন্ত্রাসী সংগঠন, নিষিদ্ধ হওয়া প্রয়োজন’ স্লোগানে ১০ দিনব্যাপী কর্মসূচির অংশ হিসেবে ৬নং ওয়ার্ড যুবলীগ পথসভা, মিছিল, গণসংযোগ ও লিফলেট বিতরণ করেছে।
মঙ্গলবার বিকেলে মুগদা থানা যুবলীগের অন্তর্গত ৬নং ওয়ার্ডে এই কর্মসূচি পালিত হয়।
প্রধান অতিথির বক্তব্যে ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের সহ-সভাপতি সোহরাব হোসেন স্বপন বলেন, আমাদের পবিত্র সংবিধানের ৩৮ এর গ ধারায় স্পষ্টভাবে উল্লেখ্য আছে, কোন দল কিংবা সংগঠন যদি কোন সন্ত্রাসী কর্মকাণ্ডের সাথে জড়িত থাকে তাহলে তাদের কার্যক্রম সরকার দেশ ও দেশের মানুষের কল্যাণে নিষিদ্ধ করবে। ২১ আগস্টের মামলার রায় ও বিভিন্ন সময় সন্ত্রাসী কর্মকাণ্ডে বিএনপি জড়িত ছিল। সুতারাং সারাবাংলার যুবসমাজের দাবি বিএনপি সন্ত্রাসী সংগঠন হিসেবে তাদের নিবন্ধন বাতিল ও সকল প্রকার রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ করতে হবে।
এই কর্মসূচিতে বিশেষ অতিথি ছিলেন সহ-সভাপতি মুরসালিন আহম্মেদ, প্রচার ও প্রকাশনা সম্পাদক আরমান হক বাবু, মনুরুজ্জামান বিশ্বাস। সভাপতিত্ব করেন ৬নং ওয়ার্ড সভাপতি নুর ইসলাম, পরিচালনা করেন ৬নং ওয়ার্ড সাধারন সম্পাদক সাইজুদ্দিন আহম্মেদ সাইজু। আরো উপস্থিত ছিলেন, যুবলীগ ঢাকা মহানগর দক্ষিনের নেতা আমির হোসেন।