সরকারের সঙ্গে সংলাপ চায় বিকল্পধারাও

সরকারের সঙ্গে সংলাপ চায় সাবেক রাষ্ট্রপতি ডা. এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরীর নেতৃত্বাধীন বিকল্পধারা বাংলাদেশ। এ নিয়ে আজ মঙ্গলবার বিকেলে দলীয় ফোরামে বৈঠকে বসবেন দলটির সিনিয়র নেতারা। ওই বৈঠকেই এ বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে। দলটির একটি দায়িত্বশীল সূত্র থেকে এমন আভাস পাওয়া গেছে।
ওই সূত্র জানায়, বিকল্পধারা সংলাপের জন্য সরকারকে চিঠি দেয়া নিয়ে আজ দলের প্রেসিডিয়াম বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হবে। বিকেল ৪টায় রাজধানীর বারিধারায় বি. চৌধুরীর বাসায় এই বিষয় ও দলের পরবর্তী কর্মসূচি নিয়ে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে।
সূত্র আরো জানায়, রাজনৈতিক সংকট নিরসনে সরকারকে একাধিকবার সংলাপের জন্য আহ্বান জানিয়েছে বিকল্পধারা। জাতীয় ঐক্যফ্রন্টের সঙ্গে সরকারের সংলাপের আয়োজন বিকল্পধারার পথকে সুগম করেছে বলে মনে করে দলটি। ফলে সংলাপের জন্য সরকারকে চিঠি দেওয়ার বিষয়ে আজ সিদ্ধান্ত হতে পারে।
এসব বিষয়ে জানতে চাইলে বিকল্পধারার প্রেসিডিয়াম সদস্য মান্নান আব্দুর রউফ জানান, বিকল্পধারা সরকারের সঙ্গে সংলাপে বসবে কি না বা সংলাপের জন্য চিঠি দেবে কি না এ বিষয়ে আজ দলের প্রেসিডিয়াম বৈঠকে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে।
আরকেএইচ