ঢাকা শনিবার, ৩রা মে ২০২৫, ২১শে বৈশাখ ১৪৩২


আশার আলো দেখছে ঐক্যফ্রন্ট


৩০ অক্টোবর ২০১৮ ১৬:৪১

ফাইল ফটো

সংলাপের জন্য জাতীয় ঐক্যফ্রন্টের নেতাদের আমন্ত্রণ জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আগামী ১ নভেম্বর সন্ধ্যা ৭টায় গণভবনে জাতীয় ঐক্যফ্রন্টের নেতারা প্রধানমন্ত্রীর সঙ্গে সংলাপে বসবেন। ফলে প্রধানমন্ত্রীর সঙ্গে  আলোচনার প্রক্রিয়ায় শুরু হওয়ায় আশার আলো দেখছেন ঐক্যফ্রন্টের নেতারা। 

আজ মঙ্গলবার সকালে ড. কামাল হোসেন তাঁর বেইলি রোডের বাসায় সাংবাদিকদের বলেন, সংলাপের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার চিঠি পেয়েছি। আগামী ১ নভেম্বর সন্ধ্যায় জাতীয় ঐক্যফ্রন্টের নেতৃত্বে ১৫ সদস্যের একটি প্রতিনিধি দল গণভবনে যাবে। আমি আশাবাদী একটি ইতিবাচক আলোচনা হবে। প্রধানমন্ত্রী সংলাপে সাড়া দেয়ার মাধ্যমে আলোচনা প্রক্রিয়া শুরু হলো। গণতান্ত্রিক আলোচনা প্রক্রিয়াকে ধরে আমি বার বার উদ্যোগ নিয়েছি। আলোচনার প্রেক্ষিতে আমরা একটি বাস্তব অবস্থায় পৌঁছাব। আমি আশা করি এই আলোচনা উদ্যোগ ইতিবাচক হয়েছে এবং হবে।

সাংবাদিকরা ড. কামালকে প্রশ্ন করেন 'লোকমুখে গুঞ্জন আছে আপনি প্রধানমন্ত্রী হচ্ছেন'- এর জবাবে ঐক্যফ্রন্টের এই নেতা বলেন, এ খবর ভিত্তিহীন। এ অবস্থায় আমার প্রধানমন্ত্রী হওয়ার বয়স নেই।‘

ইভিএম বাতিলের বিষয়ে তার পক্ষ থেকে নির্বাচন কমিশনে দেওয়া প্রস্তাব প্রসঙ্গে ড. কামাল হোসেন বলেন, এটা নির্বাচন কমিশনের করার কথা নয়। এ বিষয়টি আলোচনার মাধ্যমে সমাধান করা হবে।

আরকেএইচ