ঢাকা শনিবার, ৩রা মে ২০২৫, ২১শে বৈশাখ ১৪৩২


মাগুরায় সাইফ্জ্জুামান শিখরের নৌকার পক্ষে গণসংযোগ


৩০ অক্টোবর ২০১৮ ০২:৩২

মাগুরা-১ আসনের আওয়ামীলীগ দলীয় মনোনয়ন প্রার্থী প্রধানমন্ত্রীর সহকারি একান্ত সচিব এ্যাডভোকেট সাইফ্জ্জুামান শিখর সোমবার (২৯ অক্টোবর) দলীয় প্রতীক নৌকার পক্ষে মাগুরা শহরের বিভিন্ন এলাকায় গণসংযোগ করেছেন।

গণসংযোগ ও প্রচারণায় সাইফ্জ্জুামান শিখরের সাথে অংশ নেন সদর উপজেলা চেয়ারম্যান রুস্তম আলী, জেলা আওয়ামীলীগের সহ সভাপতি মুন্সি রেজাউল হক, অধ্যাপক কামরুজ্জামান চাঁদ, পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বাকি ইমাম, জেলা যুবলীগ আহবায়ক ফজলুর রহমান সেচ্ছাসেবক লীগের আহবায়ক মেহেদী হাসান সালাউদ্দিন, জেলা ছাত্রলীগ সভাপতি মীর মেহেদী হাসান রুবেল, সাধারন সম্পাদক আলী হোসেন মুক্তা নেতৃবৃন্দ। গণসংযোগের সময় সাইফুজ্জামান শিখর বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সাথে কথা বলেন এবং তাদের হাতে সরকারের উন্নয়ন কর্মকান্ডের লিফলেট বিতরণ করেন। তিনি বর্তমান সরকারের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকা প্রতীকে ভোট দেয়ার আহবান জানান। এ সময় বিভিন্ন মার্কেটের ব্যবসায়ীদের পক্ষ থেকে সাইফুজ্জামান শিখরকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।

এদিকে আগামী জাতীয় সংসদ নির্বাচনে দলীয় প্রতীক নৌকার পক্ষে মাগুরা সদরের ধলহরা হাই স্কুল মাঠে রবিবার বিকালে জনসভা করেছে মাগুরা জেলা আওয়ামীলীগ। সভায় সভাপতিত্ব করেন মাগুরা সদরের চাউলিয়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি এ্যাডভোকেট আবু বকর। প্রধান অতিথি ছিলেন জেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব তানজেল হোসেন খান। প্রধান বক্তা ছিলেন প্রধানমন্ত্রীর সহকারি একান্ত সচিব এ্যাডভোকেট সাইফুজ্জামান শিখর। বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক পঙ্কজ কুমার কুন্ডু, পৌর মেয়র খুরশিদ হায়দার টুটুল, সদর উপজেলা চেয়ারম্যান রুস্তম আলী, আওয়ামীলীগ নেতা মুন্সী রেজাউল হক, সৈয়দ শরিফুল ইসলাম, আশরাফুল আলম বাবুল ফকির, হুমায়ুনুর রশিদ মুহিত, এ্যাডভোকেট শাখারুল ইসলাম শাকিল, এ্যাডভোকেট রাশেদ মাহমুদ শাহিনসহ বিভিন্ন নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।